RBI Monetary Policy:  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক ঋণনীতি ঘোষণা করল।  রিজার্ভ ব্যাঙ্কের ছয় সদস্যের মানিটারি পলিসি কমিটি (এমপিসি) বৃহস্পতিবার রেপো রেট অপরিবর্তিত রেখেছে। এই হারে কোনও বদল না ঘটিয়ে তা ৪ শতাংশ রাখা হয়েছে। রিভার্স রেপো রেটেও কোনও পরিবর্তন হয়নি। তা ৩.৩৫ শতাংশই থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আজ এ কথা জানিয়েছেন। এমপিসি মনে করছে, চলতি পরিস্থিতিতে বর্তমান নীতিই অপরিবর্তিত রাখা দরকার, যাতে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। 


আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২২-২৩ এ আর্থিক বৃদ্ধির হার ৭.৮ শতাংশ থাকতে পারে। তিনি বলেছেন, আইএমএফও স্বীকার করেছে যে, টিকাকরণ ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপের ফলে ভারতে আর্থিক বৃদ্ধির হার ত্বরান্বিত হবে।






আরবিআই গভর্নর বলেছেন, বিশ্ব বাজারে কোভিড ১৯ অতিমারীর কারণে অনেক চ্যালেঞ্জই সামনে এসেছে। ভারতের সামনেও অনেক চ্যালেঞ্জ এসেছে, যেগুলির মোকাবিলায় আরবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের চেষ্টা করেছে।সাম্প্রতিক মাসগুলিতে মুদ্রাস্ফীতির হারে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। মৌলিক কারণেই মুদ্রাস্ফীতির হারে এই বৃদ্ধি। অনেক দেশেই মুদ্রাস্ফীতির হার খুবই বেশি। এ কারণে, ওই সব দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বাড়াচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনাও দেখা যাচ্ছে। এই মৌলিক কারণেই মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এই বৃদ্ধি দেখা যাচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি চিন্তা আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নিয়ে। এ কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ জন্য অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির দিকে নজর রাখতে হবে। 


এদিকে, আরবিআই রেপো রেট ১৫-৪০ বিপিএস বাড়াতে পারে বলে মনে করা হচ্ছিল। সেইসঙ্গে ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বৃদ্ধিও হতে পারে বলে মনে করা হচ্ছিল। 


গত ষান্মাসিক বৈঠকেও করোনার ওমিক্রন  ভ্যারিয়েন্ট জনিত আশঙ্কার পরিপ্রেক্ষিতে সুদের হার  অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর ঋণনীতি ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। ঋণ নীতি অপরিবর্তিত থাকায় আপাতত বাড়ি ও গাড়ির ঋণে কোনও পরিবর্তন না হওয়ার সম্ভাবনা।