সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে বামেদের সেনাপতি অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। দিন-রাত এক করে প্রচার করছেন বাম প্রার্থী (Left Candidate)। সম্প্রতি তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। পুরভোটের (Municipal Election 2022) প্রচারে স্ত্রী’র না থাকার কথা বার বার মনে আসছে অশোক ভট্টাচার্যের।


বাম আমলে দীর্ঘদিনের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সামলেছেন শিলিগুড়ির মেয়রের দায়িত্ব। এবার, সেই পুরনো সেনাপতির উপরই গড় ধরে রাখার গুরুদায়িত্ব দিয়েছে সিপিএম। তিনি অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী। ১৯৯১ থেকে ২০১১ পর্যন্ত অশোক ভট্টাচার্য ছিলেন শিলিগুড়ির বিধায়ক। ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ২০১১’র বিধানসভা ভোটে হারলেও, ২০১৬’তে ফের শিলিগুড়ি থেকে জেতেন তিনি। ২০১৫ সালে প্রবল তৃণমূল হাওয়াতেও কংগ্রেসকে সঙ্গে নিয়ে অশোক ভট্টাচার্যর নেতৃত্বে পুরবোর্ড দখল করে বামেরা। সামনে আসে রাজ্য রাজনীতির নতুন সমীকরণ ‘শিলিগুড়ি মডেল’। বিধানসভা ভোটে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াই করলেও, এবারের পুরভোটে বেশিরভাগ পুরসভাতে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা হয়নি। তবে, শিলিগুড়িতে কংগ্রেসের জেতা ৪টি ওয়ার্ডে এবার প্রার্থী দেয়নি বামফ্রন্ট। এর মধ্যেই, পঁচাত্তর ছুঁইছুঁই অশোক ভট্টাচার্য দিন-রাত এক করছেন পুরভোটের প্রচারে।


যদিও, এবারের পুরভোটে পরিস্থিতি কিছুটা আলাদা। শিলিগুড়ি দখলে তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। আর বিজেপির সেনাপতি, অশোক ভট্টাচার্যের এক সময়ের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ। ২১’র বিধানসভা ভোটে একদা শিষ্যর কাছে হার মানলেও, পুরভোটে কি বাজিমাত করতে পারবেন গুরু? শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “বামপন্থীদের ক্ষতি হয় না। এরা বিচ্চুত হয়েছে। এরা থাকলে দলের কাজে লাগতো না। প্রলোভনে পা দিয়েছে।‘’ সম্প্রতি, অশোক ভট্টাচার্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। পুরভোটের প্রচারে স্ত্রী’র না থাকাটা মনে পড়ছে বাম-প্রার্থীর। পুরভোটে টানটান লড়াইয়ের সাক্ষী হতে প্রস্তুত শিলিগুড়ি।


আরও পড়ুন: Anubrata Mandal : 'একটা ছবি দেখান তো হাত-পা ভেঙেছে, কথা বলা বা রাস্তায় ঘোরা কি সন্ত্রাস', বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখলের পর প্রশ্ন অনুব্রত মণ্ডলের