Cyber Fraud :  দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় (Banking) ডিজিটাল প্রতারণা (Digital Fraud) রুখতে এবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI MPC Meeting) । এখন থেকে অনলাইনে জালিয়াতি (Online Fraud) করতে গেলে কালঘাম ছুটবে স্ক্যামারদের। কারণ কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI) করেছে এই ঘোষণা।

নতুন কী ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্কআজ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) আর্থিক নীতি কমিটির (এমপিসি) বৈঠকে গভর্নর সঞ্জয় মালহোত্রা ব্যাঙ্কগুলির জন্য একটি পৃথক ইন্টারনেট ডোমেন চালু করার ঘোষণা করেছেন। ডিজিটাল পেমেন্টে জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইবার জালিয়াতি মোকাবিলা করার জন্য RBI ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য 'bank.in' একচেটিয়া ইন্টারনেট ডোমেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

কী সুবিধা হবে গ্রাহকদেররিজার্ভ ব্যাঙ্কের এই নতুন সিদ্ধান্তের ফলে সাইবার জালিয়াতি ও ফিশিংয়ের মতো ঘটনা হ্রাস পাবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট আর্থিকভাবে সুরক্ষিত হবে। যাতে আরও বেশি সংখ্যক মানুষ ডিজিটাল ব্যাঙ্কিং এবং পেমেন্ট পরিষেবায় যোগদান করে, সেই দিকেই লক্ষ্য রেখেছে রিজার্ব ব্য়াঙ্ক। এতে ব্যাঙ্কের প্রতি গ্রাহকের আস্থা বাড়বে বলে মনে করছে RBI। 

কোন ডোমেনে হবে কাজএই নির্দেশের পরে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি (আইডিআরবিটি) একটি বিশেষ রেজিস্টার হিসেবে কাজ করবে। এই ডোমেনের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এপ্রিল 2025 থেকে শুরু হবে। ব্যাঙ্কগুলির জন্য বিশদ নির্দেশিকা আলাদাভাবে প্রকাশ করা হবে। ভবিষ্যতে আর্থিক খাতের অন্যান্য নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলির জন্য 'fin.in' নামে একটি পৃথক ডোমেন তৈর করবে।

AFA ডিজিটাল নিরাপত্তায় সাহায্য করবে রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কিং অ্যান্ড পেমেন্ট সিস্টেমে ডিজিটাল নিরাপত্তার প্রচারের জন্য বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে। গার্হস্থ্য ডিজিটাল পেমেন্টের জন্য অতিরিক্ত যাচাইকরণ (AFA) এই ব্যবস্থাগুলির মধ্যে একটি। এর সঙ্গে আরবিআই আরও বলেছে, ব্যাঙ্ক ও এনবিএফসিগুলিকে সাইবার ঝুঁকি কমাতে ব্যবস্থা উন্নত করা উচিত।

কত সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্কশুক্রবার আরবিআই এমপিসি সুদের হার 25 বেসিস পয়েন্ট (বিপিএস) কমানোর পরই আপনার ইএমআই-এর বোঝা কমতে চলেছে। নতুন যারা হোম, অটো এবং পার্সোনাল লোন নেবেন তাদের EMI শীঘ্রই সস্তা হতে চলেছে। এদিন রেপো রেট কমানোর পর (যে সুদের হারে RBI ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়) তা 6.25 শতাংশে দাঁড়িয়েছে, যা আগের 6.50 শতাংশ থেকে কমিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

কোভিডের পর এই প্রথম রেট কাটপরিসংখ্যান বলছে, 2020 সালে কোভিডের পর এই প্রথম RBI সুদের হার কমাল। মে 2020 এবং এপ্রিল 2022 এর মধ্যে আরবিআই রেপো রেট 4 শতাংশে অপরিবর্তিত রেখেছিল। তারপরে এটি এপ্রিল 2022 থেকে মানিটারি পলিসি মিটিংয়ের পরে তা বৃদ্ধি করা শুরু করে। আরবিআই এই রেট কাটের পরই ব্যাঙ্কগুলি এই নীতি অনুসরণ করবে।

RBI Rate Cut : রিজার্ভ ব্য়াঙ্ক দিল সুখবর, এখন ২৫ লাখ, ৫০ লাখ, ১ কোটির হোম লোনে কত পড়বে EMI ?