RBI MPC Meeting: বদল নেই রেপো রেটে, হোম লোনের সুদে কী প্রভাব ?

MPC Meeting on Repo Rate: রেপো রেটে বদল নেই এবারেও। ৬.৫ শতাংশেই স্থির রাখা হয়েছে এই রেপো রেট। হোম লোন যারা নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে কী প্রভাব পড়বে ? সুদের হার বাড়বে নাকি কমবে ?

Continues below advertisement

Repo Rate: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি মিটিংয়ে বদল হল না রেপো রেটে। একটানা ষষ্ঠবারের মত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেট অপরিবর্তিত রেখেছে। এবারেও রেপো রেট ৬.৫ শতাংশেই স্থির রাখা হয়েছে। এই সুদের হারেই রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়। মঙ্গলবার শুরু হওয়া তিনদিনের মুদ্রানীতি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continues below advertisement

কী জানাল আরবিআই ?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সাধারণত একটি আর্থিক বর্ষে ছয়টি দ্বি-মাসিক সভা পরিচালনা করে যেখানে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সুদের হার, মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন অর্থনৈতিক সূচকগুলি নিয়ে আলোচনা করা হয়। দ্বিমাসিক এই মুদ্রানীতি বৈঠকের সময় আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার ঘোষণার সময় বলেন, রেপো রেট (Repo Rate) ৬.৫ শতাংশেই অপরিবর্তিত থাকছে। তিনি জানান যে, খাদ্যপণ্যের দাম বাড়া-কমা প্রভাব ফেলেছে মুদ্রাস্ফীতির উপর।

রেপো রেট কী ?

সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক ভারতের অন্যান্য ব্যাঙ্ককে যে সুদে টাকা ধার দেয়, তাকেই রেপো রেট বলা হয়। এই বাড়লে ব্যাঙ্কের ক্ষেত্রেও গ্রাহকের ঋণের উপর সুদের হার বাড়ানো হয়। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক (RBI MPC Meeting) যখন দেশের অন্যান্য ব্যাঙ্কগুলির কাছ থেকে টাকা ধার নেয়, সেই সুদের হারকে বলা রিভার্স রেপো রেট।

২০২২ সালের শুরু থেকেই ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরপর ৬ বার রেপো রেট বাড়িয়েছিল আরবিআই। এমনকী রিভার্স রেপো রেটও বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। লোকসভা ভোটের আগে এবছর রেপো রেট এবং রিভার্স রেপো রেটে কোনও বদল হয়নি। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট (Repo Rate) বাড়িয়েছিল আরবিআই, তবে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোনও বদল করা হয়নি রেপো রেটে।  

হোম লোনের সুদে কী বদল ?

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে রেপো রেটে কোনও বদল লক্ষ করা যায়নি। ফলে হোম লোনের ইএমআইতেও কোনও পরিবর্তন হবে না। হোম লোন যারা নিয়েছেন, তাদের উপর চাপ পড়বে না এবারেও। ইএমআই এবং ঋণের উপর সুদের হার একই থাকছে। ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের হারও একই থাকছে বলে জানা গিয়েছে। যদিও গত বছর দেশের সাতটি মহানগরে বাড়ির দাম অনেকটাই বেড়েছে বলে জানা গিয়েছে, সেদিক থেকে হোম লোনের সুদের হার অপরিবর্তিত থাকায় অনেকটাই স্বস্তি পাবেন ক্রেতারা।

আরও পড়ুন: 8th Pay Commission: লোকসভা নির্বাচনের আগে অষ্টম বেতন কমিশন, কী বলল সরকার ?

Continues below advertisement
Sponsored Links by Taboola