RBI News: গভর্নর সঞ্জয় মলহোত্রার নেতৃত্বে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অগাস্ট মাসের মুদ্রানীতির বৈঠক গতকাল ৪ অগাস্ট থেকে শুরু হয়েছে। টানা চতুর্থবারের মত সুদের হার (RBI Repo Rate) কমার সম্ভাবনা রয়েছে এবারেও। তিন দিনের এই বৈঠকের পরে আগামীকাল ৬ অগাস্ট এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ২০২৫ সালে এখনও পর্যন্ত ৩ বার মোট ১০০ বেসিস পয়েন্ট হারে রেপো রেট (RBI MPC Meeting) কমানো হয়েছে। এখন রেপো রেট চলছে ৫.৫০ শতাংশ। এবারেও পুজোর আগে রিজার্ভ ব্যাঙ্ক কি কমাবে রেপো রেট নাকি সুদের হার একইভাবে বজায় রাখবে ?

সাধারণ মানুষ কি আরও স্বস্তি পাবে ?

বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করছেন টানা তিনবার রেপো রেট কমানোর পরে এবার হয় রিজার্ভ ব্যাঙ্ক এই বর্তমান রেপো রেটকেই স্থিতিশীল রাখবে বা বজায় রাখবে। নিয়ন্ত্রণে থাকা মুদ্রাস্ফীতির হার এবং আভ্যন্তরীণ সমৃদ্ধি বদলের জন্য স্থান রাখা হয়েছে। তবে বাহ্যিক চাপ যেমন মার্কিনি ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা মাথায় রেখে নিকট ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক অবস্থাকে নিয়ে সন্দিহান রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে ব্যাঙ্ক অফ বরোদার প্রধান অর্থনীতিবিদ মদন সবনভিস জানিয়েছেন যে জুন মাসে মুদ্রাস্ফীতি হ্রাস, বা মার্কিন শুল্কের দ্বারা মুদ্রানীতির সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। ইতিমধ্যেই এর আগেই মুদ্রানীতির বৈঠকগুলিতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। তাঁর বিশ্বাস মার্কিন শুল্ক ও জুন মাসে ভারতের মুদ্রাস্ফীতি হ্রাসের কারণে আরবিআই রেপো রেটে কোনও বদল আনবে না। যেহেতু শুল্কের প্রভাব এখনও সম্পূর্ণরূপে দেখা যায়নি, তাই রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই পরিস্থিতি মূল্যায়ন করার জন্য বেশ কিছু সময় নেওয়া হতে পারে। এই শুল্ক আরোপের কারণে ভারতের সমৃদ্ধির দৃষ্টিকোণে কোনও বদল আসবে না।

মুদ্রাস্ফীতির হার সম্পর্কে অনুমান

বিশেষজ্ঞদের মতে পুরো বছরের জন্য মুদ্রাস্ফীতির অনুমান ০.১-০.২ শতাংশ কমতে পারে, আর এর ফলে মুদ্রাস্ফীতির হার ৩.৫ থেকে ৩.৬ শতাংশে নেমে আসতে পারে। ২০২৫ সালের জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতি দর ২.১ শতাংশে নেমে এসেছে, যা গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালের জুন নীতিমালায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৬ অর্থবর্ষের জন্য খুচরো মুদ্রাস্ফীতির পূর্বাভাস সংশোধন করে ৩.৭ শতাংশ করেছে, যা আগের ৪ শতাংশের অনুমান থেকে অনেকটাই কম।