করুণাময় সিংহ, মালদা : মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনা (Malda Accident)। লরির ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর (Motorist Dead)। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার BSF ক্যাম্প এলাকায়। বাইকে চড়ে মালদা শহরের দিকে যাচ্ছিলেন দুই সওয়ারি। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় (Spot Death)। দুর্ঘটনার জেরে প্রায় একঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট ছিল।


প্রত্যক্ষদর্শীদের কথায়, জাতীয় সড়ক ধরে বাইকে চড়ে যাচ্ছিলেন দু'জন। সেই সময় উল্টোদিক থেকে দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইক আরোহীরা। রক্তে ভেসে যেতে শুরু করে গোটা এলাকা। মুহূর্তে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মালদা মেডিক্যাল কলেজে (Malda Medical College) পাঠায় পুলিশ। যেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।


জাতীয় সড়কে নজরদারির অভাবে লরি ও বড় গাড়িগুলিতে দ্রুতগতিতে ছুটে যায়। আর তার জেরেই ক্রমাগত দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দুর্ঘটনা ও তারপরের ঘটনাক্রমের জেরে মাঝে প্রায় ঘণ্টাখানেকের জন্য যানজট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।


দিনকয়েক আগেই জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় স্কুটার আরোহীর জখম হওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এলাকা। বেসরকারি বাসটিতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। ঘটনাস্থলে ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে করতে হয়েছিল মৃদু লাঠিচার্জও। 


এদিকে, সোমবার সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে দুটি বাসের রেষারেষিতে ঘটে দুর্ঘটনা। সিগনাল ভেঙে এগোনোর সময়, উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষের পর যাত্রী সমেত উল্টে গেল বাস। আহত ১০ জন যাত্রী। বাসের ধাক্কায় জখম হন দুই মোটরবাইক আরোহী। সকাল সাড়ে ৭টা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে KB-16 রুটের বাসটি উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, একই রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। কলেজ মোড়ে সিগনাল ভাঙে একটি বাস। সেইসময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এয়ার ব্যাগ খুলে যাওয়া গাড়ির চালক ও সওয়ারি রক্ষা পান। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা বাসটি পাশ দিয়ে যাওয়া একটি বাইকে ধাক্কা মেরে উল্টে যায়। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। 


আরও পড়ুন- পাঁচবার মনোনয়নেও পাননি শান্তিতে নোবেল, জন্মদিনে জানা-অজানা জাতির জনক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial