বেঙ্গালুরু: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের (IND vs NZ 1st Test) প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। তবে দ্বিতীয় দিনে বৃষ্টির আশঙ্কার মাঝেও শুরু হয় খেলা। মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ভারতের চেয়ে দিনশেষে ১৩৪ রানে এগিয়ে রয়েছে কিউয়িরা। হাতে রয়েছে ৭ উইকেট। ম্যাচে সম্পূর্ণ কোণঠাসা রোহিত (Rohit Sharma) বাহিনী। দলের এহেন পরিস্থিতির জন্য দায় স্বীকার করলেন অধিনায়ক স্বয়ং।


দ্বিতীয় দিনেৎ খেলাশেষে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত জানান পিচ বুঝতে তাঁর ভুল হয়েছে। তিনি বলেন, 'পিচে তো কোনও ঘাস ছিল না, তাই আমরা ভেবেছিলাম বলে যা করার, প্রথম দুই সেশনেই করবে। আর ম্যাচ যত গড়াবে ততই বল ঘুরবে। ভারতের মাটিতে প্রথম সেশন খুব গুরুত্বপূর্ণ হয়। তারপর থেকেই স্পিনাররা ম্যাচে প্রভাব বিস্তার করে। কুলদীপ যাদব পাটা পিচে প্রচুর উইকেট নিয়েছে। আমরা ভেবেওছিলাম যে এই পিচ আরও পাটা হবে। নিঃসন্দেহে এটা বোঝার ভুল, আমি ঠিকভাবে পিচের চরিত্র বুঝতে পারিনি। তার জন্যই আমরা আজ এই পরিস্থিতিতে রয়েছি।'  


রোহিতের মতে পরিকল্পনার বাস্তবায়নে খামতি রয়ে গিয়েছে। 'আপনারা আমাদের ৪৬ রানে আউট হয়ে যাওয়াটা নিয়ে কথা বলতেই পারেন। সিমারদের জন্য পিচে মদত ছিল এবং সেটা সামলাতে প্রয়োজন ছিল সঠিক পরিকল্পনা। আমরা তো এমন পিচে আগেও সাফল্য পেয়েছি। সব ব্যাটাররাই নিজেদের পরিকল্পনা নিয়ে নেমেছিল। তবে অনেক সময়ই পরিকল্পনার বাস্তবায়ন হয় না। এটা আমাদের একটা খারাপ দিন ছিল। তবে এমন ম্যাচ আমরা আগেও খেলেছি। এটা নিঃসন্দেহে একটা কড়া চ্যালেঞ্জ হতে চলেছে এবং সত্যি বলতে এই চ্যালেঞ্জটা প্রয়োজনীয় ছিল।'


এরই মাঝে গোদের ওপর যেন বিষফোঁড়া পন্থের চোট। অস্ত্রোপচার হওয়া ডানহাঁটুতেই ফের চোট পেয়েছেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের শেষ লগ্নে পন্থ মাঠ ছাড়লে কিপিং করেন ধ্রুব জুরেল। রোহিত শর্মা সাংবাদিকদের জানান, গাড়ি দুর্ঘটনায় পন্থের যে হাঁটু গুরুতর জখম হয়েছিল, একাধিক অস্ত্রোপচার করতে হয়েছিল, সেই হাঁটুতেই চোট পেয়েছেন পন্থ। তাঁর হাঁটু বেশ ফুলে রয়েছে। এই খবর কিন্তু ভারতের জন্য বেশ উদ্বেগজনক।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'প্রস্তুত...' ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দলে ব্রাত্য তারকার