নয়াদিল্লি: ভাঙল পুরনো সব রেকর্ড। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল (Amazon Great Indian Festival 2023) সেলে সাড়ে ৯ কোটি ক্রেতা সাইটে ঢুকেছে। গত ৪৮ ঘণ্টার এই পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে সংস্থা।


ভাঙল সব রেকর্ড: সংস্থা সূত্রে খবর, অন্য যে কোনও দিনের তুলনায় বেড়েছে প্রাইম মেম্বারদের কেনাকাটা করার হারও। ২৪ ঘণ্টায় প্রায় প্রাইম মেম্বারদের কেনাকাটা করেছেন ১৮ গুণ বেশি। সেলের প্রথম এক ঘণ্টায় প্রতি সেকেন্ডে ৭৫টি স্মার্ট ফোন বিক্রি হয়েছে। যার ক্রেতা শুধুমাত্র প্রাইম মেম্বাররাই। প্রথম ৪৮ ঘণ্টায় সবথেকে বেশি বিক্রি হয়েছে ৫জি স্মার্টফোন। সংস্থার হিসেব অনুযায়ী ৫টার মধ্যে ৪টি স্মার্টফোনই ৫জি। প্রিমিয়াম স্মার্টফোন যার মূল্য ৩০ হাজার বা তার বেশি, তার বিক্রিও বেড়েছে এই সেলে। গত বছরের তুলনায় বিক্রি বাড়ল ৩ গুণ।



এদেশে অ্যামাজনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ও সহ সভাপতি মণীশ তিওয়ারি বলেন, “রেকর্ড সংখ্যক ক্রেতা আমাদের উপর ভরসা করেছেন। আমরা অভিভূত। প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাইম মেম্বার কেনাকাটা করেছেন। এখনও পর্যন্ত অ্যামাজনে সর্বোচ্চ সংখ্যক ক্রেতা জিনিস অর্ডার করেছেন।’’ অ্যামাজনে ভারতীয় ক্রেতার সংখ্যা ১৪ লক্ষ। যার মধ্যে ৬৫ শতাংশ ক্রেতাই ২ থেকে ৩ শহরের। গত বছরের তুলনায় বেড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাও বৃদ্ধি পেয়েছে। প্রথম ৪৮ ঘণ্টায় তা বেড়েছে ৩৫ শতাংশ।


সংস্থার তরফে জানানো হয়েছে, বেড়েছে অ্যামাজনে পে-র ব্যবহারও। অ্যামাজন পে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৭ শতাংশ সাইন আপ করেছেন। অ্যামাজন পে-র সঙ্গে সহযোগী ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ব্যবহারও ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্রাহকদের ৫ শতাংশ ক্যাশব্যাক পুরস্কার দেওয়া হয়েছে। সব ব্র্যান্ডে মধ্যে এই সেলে ওয়ান প্লাস, স্যামসাং এবং অ্যাপলের বিক্রি হয়েছে বেশি।


প্রথম ৪৮ ঘণ্টায় প্রতি মিনিটে ১০০ জনের বেশি ওয়ান প্লাস ফোন কিনেছেন। যা গত বছরের তুলনায় আড়াই গুণ বেশি। স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের বিক্রি গত বছরের তুলনায় ৩ গুণ বেড়েছে। প্রতি সেকেন্ডে বিক্রি হয়েছে একটি টিভি। যার ৮০ শতাংশ ক্রেতাই ২ থেকে ৩টি শহরের মধ্যে। বড় স্ক্রিনের টিভি বিক্রিতেও রেকর্ড হয়েছে এই সেলে। ২০২২ সালের তুলনায় ২৬০ শতাংশ বেড়েছে বিক্রি।


আরও পড়ুন: Share Market Update: সোমে পতন-মঙ্গলে উত্থান, এই সেক্টরের কারণে শক্তি দেখাল বুলরা