Dividend Stock Income: প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা এখন ভারতের অন্যতম ধনী বিনিয়গকারী। রাকেশ ঝুনঝুনওয়ালাকে বলা হত ভারতের 'বিগ বুল'। তাঁর মৃত্যুর পর পোর্টফোলিওর সমস্ত দায়ভার এসেছে স্ত্রী রেখার (Rekha Jhunjhunwala Dividend Income) হাতে। তাঁর বিপুল অঙ্কের পোর্টফোলিও থেকে মোটা ডিভিডেন্ডও পেয়ে থাকেন তিনি। এই বছর জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে শুধু ডিভিডেন্ড থেকেই ২২৪ কোটি টাকা আয় হয়েছে তাঁর। রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওর মোট মূল্য এখন ৩৭,৮৩১ কোটি টাকা।


কোন কোন সংস্থার স্টকে কত ডিভিডেন্ড মিলেছে


টাইটানের শেয়ারে ডিভিডেন্ড পেয়েছেন ৫২.২৩ কোটি টাকার।


কানারা ব্যাঙ্কের স্টকে ডিভিডেন্ড এসেছে ৪২.৩৭ কোটি টাকার।


ভেলর এস্টেট থেকে ডিভিডেন্ড (Rekha Jhunjhunwala Dividend Income) পেয়েছেন তিনি ২৭.৫০ কোটি টাকা।


NCC স্টক থেকে ডিভিডেন্ড বাবদ আয় হয়েছে ১৭.২৪ কোটি টাকার।


টাটা মোটরসের স্টক থেকে ডিভিডেন্ড পেয়েছেন তিনি ১২.৮৪ কোটি টাকা।


(তথ্যসূত্র: ইকোনমিক টাইমস থেকে)


বড় বড় সংস্থার স্টক কেনা আছে রেখা ঝুনঝুনওয়ালার


রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala Dividend Income) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ২৬ টি এমন সংস্থায় ১ শতাংশেরও বেশি স্টেক আছে। ক্রিসিল, এসকর্টস, কুবোটা, ফর্টিস হেলথকেয়ার, জিওজিট ফিনান্সিয়াল সার্ভিসেস, ফেডারেল ব্যাঙ্কের স্টক কেনা আছে রেখা ঝুনঝুনওয়ালার এবং এই সব সংস্থায় ১ শতাংশেরও বেশি স্টেক হোল্ডিং রয়েছে। এ থেকেও ডিভিডেন্ড বাবদ তার মোট আয় হয়েছে ৭২.৪৯ কোটি টাকা।


কোন সংস্থায় কত স্টেক কেনা আছে


টাইটান সংস্থায় ৫.৪ শতাংশ স্টেক আছে রেখা ঝুনঝুনওয়ালার যার মোট মূল্য ১৬২১৫ কোটি টাকা।


টাটা মোটরসে ১.৩ শতাংশ স্টেক কেনা আছে যার মূল্য ৪০৪২ কোটি টাকা।


মেট্রো ব্র্যান্ডে রেখা ঝুনঝুনওয়ালার ৩০৫৯ কোটি টাকা মূল্যের শেয়ার কেনা আছে।


কোন কোন স্টক আছে রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে


রেখা ঝুনঝুনওয়ালার (Rekha Jhunjhunwala Dividend Income) পোর্টফোলিওতে আছে Wockhardt, Geojit Financial Services, VTech Wabag, Nazara Technologies, Karur Vysya Bank ইত্যাদি স্টক। এগুলিতে তাঁর ১ শতাংশেরও বেশি অংশীদারিত্ব আছে।


(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Mutual Fund: মাসে মাসে ১০ হাজার জমিয়েই ১.৭৬ কোটি ! দুরন্ত রিটার্ন এই ফান্ডে