Live Updates: রিলায়েন্সের ৪৩ তম এজিএমে মুকেশ অম্বানির বড়সড় চুক্তির ঘোষণা, গুগল করবে ৩৩,৭৩৭ কোটি টাকার লগ্নি
আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল জেনারেল মিটিং। এটি কোম্পানির ৪৩ তম এজিএম। ভিন্ন ভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে রিলায়েন্সের এক লক্ষের বেশি শেয়ার হোল্ডার এই বৈঠকে সামিল।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
15 Jul 2020 03:43 PM
ইশা অম্বানি জিও মার্টের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন যে, এতে ইলেকট্রনিক্স, ফার্মা ও হেল্থকেয়ার প্রোডাক্টও বিক্রি হবে।
আকাশ অম্বানি বলেছেন, জিও ডেভেলপার্স প্রোগ্রামের মাধ্যমে যে কোন অ্যাপ ডেভেলাপার নিজেকে বিকশিত করতে পারবেন. নয়া অ্যাপ লঞ্চ করতে পারবেন। এছাড়াও এই ডেভেলাপার্সদের জন্য একটি প্ল্যাটফর্মেরও ঘোষণা করেছেন, যারা জিও-র অংশীদার হওয়ার ইচ্ছে রাখেন।
এজিএমে ইশা অম্বানি বলেছেন, জিও এডুকেশন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে গুণমানসম্পন্ন শিক্ষকের খামতি পূরণের কাজ করা হবে।
ইশা অম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও রিলায়েন্স জিও-র মাধ্যমে ডিজিটাল হেল্থকেয়ার নিয়ে বড় কাজের কথা জানিয়েছেন। এতে সামিল জিও ৪ জি মোবাইল নেটওয়ার্ক, জিও ফাইবার ব্রডব্যান্ড, জিওমিট প্ল্যাটফর্ম ও জিও হেল্থ প্ল্যাটফর্ম।
আকাশ অম্বানি এজিএমে জিও টিভি+ এর ঘোষণা করে বলেছেন, জিও টিভি+ বিশ্বের ১২ প্রথমসারির ওটিটি কোম্পানির কন্টেন্ট দেখাবে। এরমধ্যে রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্লাস, ডিজনি প্লাস হটস্টার, ভুট, সেইসঙ্গে জি৫, সোনি লিভ, জিয়ো সিনেমা, জিয়ো সাওন ও ইউটিউবের মতো কয়েকটি অ্যাপ।
মুকেশ অম্বানি বলেছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখন ঋণ শূন্য কোম্পানি। এক্ষেত্রে ২০২১-এর মার্চে ঘোষিত সময়সীমার আগেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। রিলায়েন্স নে রাইটস ইস্যু, জিও প্ল্যাটফর্মে আসার লগ্নি ও ব্রিটিশ পেট্রোলিয়ামের মাধ্যমে লগ্নির সাহায্যে মো ২,১২,৮০৯ কোটি টাকা সংগ্রহ করেছে, যা ২০১৯-২০ তে কোম্পানির মোট ঋণ ১,৬১,০৩৫-এৎ চেয়ে বেশি।
মুকেশ অম্বানি বলেছেন, জিও প্ল্যাটফর্মে কৌশলগত লগ্নিকারী হিসেবে গুগলের সঙ্গে এক লগ্নি সমঝোতা হয়েছে। এর মাধ্যমে গুগল জিও প্ল্যাটফর্মে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করবে। এরমাধ্যমে ৭.৭ শতাংশ অংশীদারি পাবে গুগল।
মুকেশ অম্বানি বলেছেন, আমরা ভারতে বিশ্বমানে ৫ জি পরিষেবা নিয়ে আসব। একইসঙ্গে তিনি বলেছেন, আমরা গ্লোবার টেলিকম অপারেটরদের ৫ জি সলিউশন দেব।
জিও-র ৫ জি সলিউশন প্রধানমন্ত্রী মোদির স্বপ্নের প্রতি সমর্পিত।
জিও-র ৫ জি সলিউশন প্রধানমন্ত্রী মোদির স্বপ্নের প্রতি সমর্পিত।
মুকেশ অম্বানি বলেছেন, জিও ফাইবারে দশ লক্ষের বেশি পরিবার যুক্ত হয়েছে। এরসঙ্গে তিনি জিও ৫ জি সলিউশন ডেভেলাপ করেছে। তিন বথরে ৫০ কোটির বেশি জিও মোবাইল গ্রাহক হবেন।
বৈঠকে মুকেশ অম্বানি বলেছেন, করোনা ভাইরাস এক চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। ভারত ও সমগ্র বিশ্ব যত দ্রুত সম্ভব এই সংকট কাটিয়ে উঠবে এবং আর্থিক বৃদ্ধির পথে ফিরবে। তিনি বলেছেন, ৫০ লক্ষ গ্রাহক জিও মিট ডাউনলোড করেছেন। এটি ভিডিও মিটিং অ্যাপ, যা সম্প্রতি লঞ্চ হয়েছে।
মুকেশ অম্বানি বলেছেন, সংকটের সময় বড় সুযোগও আসে। আরআইএল-এর মার্কেট ক্যাপ ১৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একইসঙ্গে গুগলের সঙ্গে চুক্তির কথাও ঘোষণা করেছেন তিনি। তিনি বলেছেন, গুগল জিও-তে ৭.৭ শতাংশ অংশীদারির জন্য লগ্নি করবে। গুগল জিও-তে ৩৩ হাজার সাত কোটি ৩৭ কোটি টাকা লগ্নি করবে।
প্রেক্ষাপট
মুম্বই : আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল জেনারেল মিটিং। এটি কোম্পানির ৪৩ তম এজিএম। ভিন্ন ভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে রিলায়েন্সের এক লক্ষের বেশি শেয়ার হোল্ডার এই বৈঠকে সামিল। এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে এজিএম হচ্ছে। করোনা সংকটের কারণে এবার অনলাইন এজিএমের সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -