Live Updates: রিলায়েন্সের ৪৩ তম এজিএমে মুকেশ অম্বানির বড়সড় চুক্তির ঘোষণা, গুগল করবে ৩৩,৭৩৭ কোটি টাকার লগ্নি

আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল জেনারেল মিটিং। এটি কোম্পানির ৪৩ তম এজিএম। ভিন্ন ভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে রিলায়েন্সের এক লক্ষের বেশি শেয়ার হোল্ডার এই বৈঠকে সামিল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Jul 2020 03:43 PM

প্রেক্ষাপট

মুম্বই : আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল জেনারেল মিটিং। এটি কোম্পানির ৪৩ তম এজিএম। ভিন্ন ভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে রিলায়েন্সের এক লক্ষের বেশি শেয়ার হোল্ডার এই বৈঠকে সামিল। এবারই প্রথম ভার্চুয়াল...More

ইশা অম্বানি জিও মার্টের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন যে, এতে ইলেকট্রনিক্স, ফার্মা ও হেল্থকেয়ার প্রোডাক্টও বিক্রি হবে।