Reliance AGM 2023 LIVE Updates: ভারতের শিল্পজগতে অন্যতম নাম, আজ বসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর বার্ষিক সভা। ৪৬ তম বার্ষিক সাধারণ সভা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে দেশবাসীর মনে। এরকমই এক সভায় জিও সিমের (Jio Sim)ঘোষণা করেছিলেন কোম্পানির কর্ণধার মুকেশ অম্বানি (Mukesh Ambani)। 


Mukesh Ambani: কখন বসবে রিলায়েন্সের এই সভা?
আজ দুপুর এজিএম দুপুর ২টোয় ভিডিও-কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই সভা৷ বাজার বিশেষজ্ঞদের মতে, রিলায়েন্স এজিএম -এ আজ ফিউচার রিটেল আইপিও,রিলায়েন্স জিও আইপিও, 5জি ডিভাইসের লঞ্চ,জিও ফিনান্সিয়াল সার্ভিসের বিস্তারিত খবর পাওয়া যাবে। এর পাশাপাশি ভবিষ্যতে RIL-এর উত্তরাধিকার কার কার হাতে ভাগ করা হবে, সেই বিষয়েও থাকতে পারে একাধিক ঘোষণা। আজ রিলায়েন্স AGM 2023-এর আগে RIL শেয়ার সবুজে লেনদেন করছে । 


Reliance AGM 2023 LIVE : RIL AGM 2022 থেকে এসেছিল এই বার্তা
২০২২ সালে কোম্পানির  ৪৫তম বার্ষিক সাধারণ সভায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ভারতে 5G Service-এর ঘোষণা করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, এই 5G পরিষেবাগুলি দীপাবলির মধ্যে নির্বাচিত মহানগরগুলিতে চালু করা হবে৷ 


রিলায়েন্সের চেয়ারম্যান আরও ঘোষণা করেছিলেন, রিলায়েন্স জিও ভারতের জন্য 5G সার্ভিস দিতে কোয়ালকমের সঙ্গে জোট বাঁধবে।


রিলায়েন্স পেট্রোকেমিক্যালস, টেক্সটাইল ব্যবসায় 75,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন অম্বানি ।


সেই সভা থেকেই রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি Jio Airfiber চালু করার কথা ঘোষণা করেছিলেন।


রিলায়েন্স এজিএম 2023 লাইভ আপডেট: আগের এজিএমে মুকেশ আম্বানি রিলায়েন্স জিও আইপিও সম্পর্কিত কিছু খবর নিয়ে আসার ঘোষণা করেছিলেন। Jio Financial Services Ltd-এর বিচ্ছিন্ন হওয়ার পর বাজার আরও কিছু ঘোষণার আশা করছে। এমনিতেই রিলায়েন্স জিও আইপিও নিয়ে দালাল স্ট্রিটে জোর গুঞ্জন রয়েছে। এছাড়াও, বাজার আসন্ন রিলায়েন্স এজিএম 2023-এ রিলায়েন্স রিটেল আইপিও-তে কিছু আপডেট আশা করছে।


মুকেশ অম্বানি আগের রিলায়েন্স এজিএমে 2023 সালের শেষ নাগাদ 5G রোলআউট চালু করার ঘোষণা করেছিলেন। তাই, রিলায়েন্স এজিএম 2023 শুরু হলে বাজার এই বিষয়ে কিছু ঘোষণার আশা করছে (বিশেষ করে দাম)।  এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ-এর ভাইস প্রেসিডেন্ট সৌরভ জৈনের মতে, RIL আগামী তিন বছরে নিত্য নতু শক্তি বা এনার্জি খাতে 10 বিলিয়ন ডলার  বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে। 2035 সালের মধ্যে নেট কার্বন জিরোতে পরিণত করার লক্ষ্যেই এই পদক্ষেপ কোম্পানির। তাই, বাজার রিলায়েন্সের থেকে গ্রিন এনার্জি  ব্যবসার ক্ষেত্রেও কিছু ঘোষণা আশা করছে।


Investments: এই ১০ সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ,জেনে নিন সুবিধা লাভের পরিমাণ