নয়াদিল্লি: 'সোনার ছেলে'র ইতিহাস গড়ার পালা অব্যাহত। টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত বিভাগে জিতেছিলেন সোনা। এবার চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) ফের সোনা জিতলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর দুরন্ত সাফল্যে স্বাভাবিকভাবেই চারিদিকে শুভেচ্ছার ঢল। সাধারণ মানুষ থেকে তারকারা, সকলেই নীরজকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত। সেই তালিকায় হাজির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi)।
নীরজের দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'ক্রীড়াক্ষেত্রে নীরজ মানেই সাফল্য। ওর দায়বদ্ধতা, প্যাশন এবং নিয়মানুবর্তিতা ওকে শুধু অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়নই নয়, বরং বলব ক্রীড়াবিশ্বের ওর কোনও তুলনা নেই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ওর সোনা জয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল।'
নীরজ চোপড়া ক্রীড়াবিদ হওয়ার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীরও সুবেদার পদে রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর তরফেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়। সেনাবাহিনীর সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'নীরজ চোপড়া আবারও আমাদের গর্বিত করল। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে সোনা জয়ের জন্য সুবেদার নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনী শুভেচ্ছা জানাচ্ছে।'
ছেলের দুরন্ত সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নীরজের বাবাও। ছেলে দেশে ফিরলেই তাঁর এই বিরাট সাফল্য ধুমধাম করে উদযাপন করা হবে বলে জানান তাঁর বাবা সতীশ কুমার। তিনি বলেন, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের দেশ পদক জিতেছে, যেটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয়। নীরজ দেশে ফেরার পরে নিশ্চয়ই আমরা এই সাফল্য উদযাপন করব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পদক হাতছাড়া হলেও, জাতীয় রেকর্ড গড়ে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন পারুল