টাইমস অফ ইন্ডিয়ার সম্মানজনক র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান পেল RIL-এর দুটি প্রতিষ্ঠান। স্যার এইচ.এন রিলায়েন্স ফাউন্ডেশন ও ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল এই যোগ্যতা অর্জন করেছে। এই র‍্যাঙ্কিং আসলে শ্রীমতি নীতা অম্বানির দূরদৃষ্টি ও সর্বাঙ্গীন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।


টাইমস অফ ইন্ডিয়া স্কুল সার্ভে ২০২১ 
টাইমস অফ ইন্ডিয়ার স্কুলের সমীক্ষায় ফের সেরা স্কুলের স্বীকৃতি পেল ধীরুভাই অম্বানি ইন্টারল্যাশনাল স্কুল।এই শিরোপা আসলে শ্রীমতি নীতা অম্বানির দূরদৃষ্টি, নেতৃত্ব ও প্রচেষ্টার ফল। এই সমীক্ষার প্রাথমিক উদ্দেশ্য ছিল মুম্বইয়ের সেরা স্কুলগুলির নির্বাচন।


টাইমস অফ ইন্ডিয়ার স্বাস্থ্য সমীক্ষায় ১ নম্বর হাসপাতালের স্বীকৃতি পেয়েছে স্যার এইচ.এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল।এর জন্য হাসপাতালের ডাক্তার, স্টাফদের নিরলস ও মানবতার প্রতি প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন শ্রীমতি নীতা অম্বানি।


মাল্টিস্পেশ্যালিটি হসপিটালস সার্ভে ২০২১
২০২০-২১ সালের সেরা মাল্টি স্পেশ্যালিটি হসপিটাল বাছতে এই গবেষণামূলক সমীক্ষা হয়েছিল। এই তালিকার মধ্যে ছিল তিন অথবা তার বেশি ক্রিটিক্যাল কেয়ার স্পেশ্যালিটি ডিপার্টমেন্ট(অঙ্কোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, ইউরোলজি, পেড্রিয়াটিক্স, গাইনেকোলজি, অবস্টেট্রিকস, নিউরোলজি, ইমারজেন্সি ও ট্রমা ছাড়াও গ্যাসট্রোএনটেরোলজি, হেপাটোলজি)। 


শ্রীমতি নীতা অম্বানি, চেয়ারপার্সন, রিলায়েন্স ফাউন্ডেশন
আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, টাইমস অফ ইন্ডিয়া মাল্টি স্পেশ্যালিটি ২০২১ সমীক্ষায় স্যার এইচ.এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালকে পশ্চিমাঞ্চল ও মুম্বইয়ে ১ নম্বর হাসপাতালের শিরোপা দেওয়া হয়েছে।