Reliance Jio: ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ২০২৬ সালের প্রথমার্ধেই তাদের প্রাথমিক পাবলিক অফারিং বা আইপিও নিয়ে আসবে। আর এই জিওর আইপিও হতে চলেছে ভারতের ইতিহাসের সবথেকে বড় আইপিও। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান মুকেশ আম্বানি শুক্রবার বলেছেন, ‘২০২৬ সালের জুন মাসের মধ্যেই রিলায়েন্স জিওর আইপিও বাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে।’ বাজার বিশেষজ্ঞদের মতে, জিওর প্রাথমিক তালিকাভুক্তি ভারতের ইতিহাসের সবথেকে বড় আইপিও হতে চলেছে।
এখনও পর্যন্ত ২০২৪ সালের অক্টোবর মাসে হুন্ডাই মোটর ইন্ডিয়ার ২৭,৮৭০ কোটি টাকার (৩.৩ বিলিয়ন মার্কিন ডলার) আইপিও হল সবথেকে বড় প্রাথমিক শেয়ার-বিক্রি। ২০২২ সালের মে মাসে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন বা এলআইসি বাজারে তাদের ২১ হাজার কোটি টাকার আইপিও নিয়ে এসেছিল। এছাড়াও অন্যান্য বৃহৎ আইপিওগুলির মধ্যে রয়েছে ওয়ান৯৭ কমিউনিকেশনস বা পেটিএম যা ২০২১ সালের নভেম্বর মাসে ১৮,৩০০ কোটি টাকা সংগ্রহ করে। ২০১০ সালের অক্টোবর মাসে কোল ইন্ডিয়ার ১৫,১৯৯ কোটি টাকার আইপিও এসেছে বাজারে। ২০০৮ সালের জানুয়ারি মাসে রিলায়েন্স পাওয়ার ১১,৫৬৩ কোটি টাকা এবং ২০১৭ সালের অক্টোবর মাসে জেনারেল ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ১১,১৭৬ কোটি টাকা পাবলিক ইস্যুর মাধ্যমে সংগ্রহ করেছে।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখার সময় মুকেশ আম্বানি জানান যে জিও তাদের আইপিও আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যেই জিওকে তালিকাভুক্ত করার লক্ষ্যমাত্রা রাখছে সংস্থা। মুকেশ আম্বানি তালিকাভুক্ত শেয়ারের পরিমাণ প্রকাশ না করলেও বাজারগুলি ১০ শতাংশ শেয়ার বিক্রির অনুমান করছে। টেলিকম বিভাগ সহ সমস্ত ডিজিটাল সম্পত্তির হোল্ডিং সংস্থা জিও প্ল্যাটফর্মস বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬৬.৩ শতাংশের মালিকানাধীন।
এই জিও প্ল্যাটফর্মসে মেটার ১০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে, গুগলের রয়েছে আরও ৭.৭ শতাংশ, বাকি ১৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে পিই বিনিয়োগকারীদের। ব্রোকারেজ সংস্থা জেফারিজ জানিয়েছিল যে জিও এন্টারপ্রাইজের মূল্য এখন ১৩৬ বিলিয়ন মার্কিন ডলার ২৬ মার্চ এই ভ্যালুয়েশন রোল ফরোয়ার্ড করা হয়েছে। জিও এই ১০ বছরে ইতিমধ্যেই ৫০ কোটি গ্রাহক সংগ্রহ করে ফেলেছে।
এই বছর ইতিমধ্যেই ৫০টি সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। অগাস্ট মাসেই ১২টি সংস্থার আইপিও এসেছে। আর আগামী দিনে আইপিও আনতে চলেছে টাটা ক্যাপিটাল, গ্রো, বোট, ফিজিক্সওয়ালা, জেপ্টো আর ওয়ো।