মুম্বই: টাটার পর এবার জাস্টডায়ালের শেয়ার কেনার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করল রিলায়েন্স। সূত্রের খবর, এর জন্য মুকেশ অম্বানির মালিকানাধীন সংস্থার তরফে ৬৫০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। 


এর ফলে, ২৫ বছরের সংস্থার বিপুল মার্চেন্ট ডেটাবেসের অ্যাকসেস পাবে রিলায়েন্স। পাশাপাশি, স্থানীয়স্তরে বাণিজ্য ও পেমেন্টের ক্ষেত্রে রিলায়েন্সের সুবিধা হবে। এতে, রিলায়েন্স রিটেলের ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা হবে বলে অনুমান বিশেষজ্ঞদের। 


চলতি সপ্তাহে শেয়ার বাজারে গত এক বছরের সেরা দরে পৌঁছয় জাস্টডায়াল। বুধবার জাস্টডায়ালের শেয়ারদর পৌঁছয় ১১৩৮ টাকায়। বৃহস্পতিবার দর কিছুটা কমে ছিল ১১০৭ টাকা। শুক্রবার, জাস্টডায়াল সংস্থার দর মোট মূল্য প্রায় ৬৮৯৩ কোটি টাকা। 


এর আগে, জাস্টডায়াল কেনার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছে টাটা সন্সও। জানা গিয়েছে, সম্প্রতি টাটা ডিজিটাল সুপার অ্যাপে অংশিদারী বিনিয়োগের বিষয়ে টাটা সন্সের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে জাস্টডায়াল কর্তৃপক্ষের। 


আজ বোর্ড মিটিংয়ে বসছে জাস্টডায়াল কর্তৃপক্ষ। সেখানে অবশ্যই রিলায়েন্সের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তেমন কোনও প্রস্তাব গৃহীত হলে, শীঘ্রই তার ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। 


পাশাপাশি, অন্য কোনও মাধ্য়মে বাজার থেকে অর্থ তোলা যায় কিনা, সেই বিকল্পও খতিয়ে দেখা হতে পারে। জানা গিয়েছে, বন্ড ইস্যু বা ডিবেঞ্চার বা ইক্যুইটি শেয়ারের মাধ্যমে বাজার থেকে অর্থ তুলতে পারে জাস্টডায়াল। 


ত্রৈমাসিক ১৫ কোটি ইউনিক ভিজিটরের দৌলতে লোকাল সার্চ ইঞ্জিন সেগমেন্টে বাজারে এক নম্বর জাস্টডায়াল। সংস্থাটি মোবাইল থেকে শুরু করে অ্যাপ, ওয়েবসাইট ও হটলাইন ফোন নম্বর (৮৮৮৮৮৮৮৮৮৮৮)-এর মাধ্যমে অপারেট করে থাকে। 


জাস্টডায়ালের বর্তমান মালিক ভিএসএস মণি ও তাঁর পরিবারের দখলে রয়েছে প্রায় ৩৫.৩২ শতাংশ অংশিদারিত্ব। সূত্রের খরব, ভিএসএস মণি গ্রুপের হাতে থাকা শেয়ারের মধ্য থেকে ২৬ শতাংশ শেয়ার ৪০০০ কোটি টাকায় কেনার প্রস্তাব দিতে পারে রিলায়েন্স। 


চলতি আর্থিক বছরে মোট ৬৭৫.১৮ কোটি টাকা আয় হয়েছে জাস্টডায়ালের। এরমধ্য়ে সংস্থার লাভের পরিমাণ ২১৪ কোটি টাকা।