নয়াদিল্লি: দেশের সবচেয়ে পুরনো তথ্য সুলুক সংস্থা জাস্টডায়াল-এর প্রায় ৪১ শতাংশ অংশ কিনতে আগ্রহী হল রিলায়েন্স রিটেল। প্রেফারেনশিয়াল অ্যালটমেন্টের মাধ্যমে ৩৪৯৭ কোটি টাকায় জাস্টডায়াল-এর বর্তমান মালিক ভিএসএস মণির থেকে ওই অংশ কেনার প্রস্তাব দিয়েছে মুকেশ অম্বানির মালিকানাধীন সংস্থা।


রিলায়েন্সের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, রিলায়েন্স রিটেল, জাস্টডায়াল ও ভিএসএস মণি -- সকলে মিলে একটি চুক্তিতে পৌঁছেছে। সেই অনুযায়ী, ১০২২.২৫ টাকা দরে ২.১২ কোটি ইক্যুইটি শেয়ারের (২৫.৩৩ শতাংশ পোস্ট প্রেফারেনশিয়াল শেয়ার মূলধন সমতুল্য) প্রফারেনশিয়াল অ্যালটমেন্ট এবং ভিএসএস মণির থেকে ১০২০ টাকা দরে ১.৩১ কোটি ইক্যুইটি শেয়ারের (১৫.৬২ শতাংশ পোস্ট প্রেফারেনশিয়াল শেয়ার মূলধন সমতুল্য) অ্যাকুইজিশন করা হবে।  এর পাশাপাশি, রিলায়েন্স খুব শীঘ্রই জাস্টডায়াল-এর শেয়ারহোল্ডারের কাছে সংস্থার ২.১৭ কোটি ইক্যুইটি শেয়ার (২৬ শতাংশ সমতুল্য়) কেনার প্রস্তাব পেশ করবে। 


এই প্রসঙ্গে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স-এর কর্ণধার ইশা অম্বানি বলেন, জাস্টডায়াল ও  ভিএসএস মণির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পেরে উচ্ছ্বসিত আমরা। এই সংস্থায় আমাদের বিনিয়োগ প্রমাণ করে যে, ক্ষুদ্র মাঝারি ও ছোট ব্যবসাগুলির ওপর আরও জোর দিতে চাইছে রিলায়েন্স। আমরা জাস্টডায়াল-এর উচ্চ প্রশিক্ষিত টিমের সঙ্গে একসঙ্গে কাজ করে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে উদগ্রীব।


রিলায়েন্সের হাতে সংস্থার একটা বড় অংশ চলে গেলেও, জাস্টডায়াল-এর ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও থাকবেন ভিএসএস মণি। তিনি বলেন, ব্যবহারকারীদের কাছে দ্রুত, বিনামূল্যে, নির্ভরযোগ্য এবং বিস্তৃত তথ্য তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম ২৫ বছর আগে। আজ সেই স্বপ্ন আরও বিস্তার লাভ করল। 


ত্রৈমাসিক ১৫ কোটি ইউনিক ভিজিটরের দৌলতে লোকাল সার্চ ইঞ্জিন সেগমেন্টে বাজারে এক নম্বর জাস্টডায়াল। সংস্থাটি মোবাইল থেকে শুরু করে অ্যাপ, ওয়েবসাইট ও হটলাইন ফোন নম্বর (৮৮৮৮৮৮৮৮৮৮৮)-এর মাধ্যমে অপারেট করে থাকে। 


চলতি সপ্তাহে শেয়ার বাজারে গত এক বছরের সেরা দরে পৌঁছয় জাস্টডায়াল। বুধবার জাস্টডায়ালের শেয়ারদর পৌঁছয় ১১৩৮ টাকায়। বৃহস্পতিবার দর কিছুটা কমে ছিল ১১০৭ টাকা। শুক্রবার, জাস্টডায়াল সংস্থার দর মোট মূল্য প্রায় ৬৮৯৩ কোটি টাকা। 
চলতি আর্থিক বছরে মোট ৬৭৫.১৮ কোটি টাকা আয় হয়েছে জাস্টডায়ালের। এরমধ্য়ে সংস্থার লাভের পরিমাণ ২১৪ কোটি টাকা।