Inflation Rate Hike: ৬ বার রেপো রেট বৃদ্ধি করেও নিয়ন্ত্রেণ আসছে না মূল্যবৃদ্ধি। গত তিন মাসের তুলনায় জানুয়ারিতে আরও বেড়ে দাঁড়াল খুচরো বাজারের মূল্যবৃদ্ধির সূচক (Retail Inflation Index)। যা বলছে, আপাতত দেশের মাসকাবারি বা দৈনন্দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধির হার কমছে না।
Retail Inflation Rises: নিয়ন্ত্রণে আসছে না বাজারের দাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই শুরু হয়েছিল এই অবস্থা। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছিল দেশের বাজারে। রাতারাতি যা নিয়ন্ত্রণ করতে মাঠে নামে সরকার। রিজার্ভ ব্যাঙ্কের অর্থনীতি বিষয়ক বৈঠকে সিদ্ধান্ত হয়, রেপো রেট বাড়িয়ে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই মতো টানা ৬ বার রেপো রেট বৃদ্ধি করেছে RBI। যদিও জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধিতে পড়ল না রিজার্ভ ব্যাঙ্কের নীতির প্রভাব।
Inflation Rate Hike: তিন মাসে সব থেকে বেশি মূল্যবৃদ্ধি
পরিসংখ্যান বলছে, দেশের গ্রাহক মূল্য সূচক (CPI) জানুয়ারিতে ৬.৫২ শতাংশে পৌঁছে গেছে। অক্টোবর থেকে জানুয়ারির মধ্য়ে যা সবথেকে বেশি। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের 'টলারেন্স ব্যান্ড' বা 'সহ্যসীমার মাত্রা ' থেকে যা অনেকটাই বেড়ে গিয়েছে। সোমবার মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম -এর এর অধীনে থাকা 'ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস' জানায়,দেশে RBI-এর মূল্যবৃদ্ধির 'টলারেন্স ব্যান্ড' ২-৬ শতাংশ। জানুয়ারিতে যা অতিক্রম করে গিয়েছে।
দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার বলছে,গত ডিসেম্বরে বছরের সবথেকে কম খুচরো মূল্যবৃদ্ধির হার দেখেছিল ভারতে। ওই সময় দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৭২ শতাংশ। বাজার বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে খুচরো মূল্যবৃদ্ধির সূচক বেড়ে যাওয়ায় , বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা।
Retail Inflation Rises: গ্রামের তুলনায় শহরে বেশি মূল্যবৃদ্ধি ?
দেশের গ্রামে মূল্যবৃদ্ধি হার বেড়েছে ৬.৮৫ শতাংশ। সেখানে শহরে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশ বেড়েছে। সব থকে খারাপ অবস্থা খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির। বর্তমানে দেশের খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির হার রয়েছে ৫.৯৪ শতাংশ । ঠিক এক বছর আগে যা ছিল ৫.৪৩ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরে এই খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার ছিল ৪.১৯ শতাংশ। সব রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৬৪টি শহরের ও ১১৮১ গ্রামের থেকে তথ্য় সংগ্রহ করেই এই ডেটা প্রকাশ্য়ে এনেছে 'ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস'। বাজার বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই ফের বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।
Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে এই ১০ ব্যাঙ্ক