FD Rate Hike: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির ফলে আরও একবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াতে চলেছে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি। সাধারণের থেকে প্রবীণ নাগরিকরা অনেক ব্যাঙ্কেই পাবেন আরও বেশি সুদ। জেনে নিন, এখনই কোন ১০ ব্য়াঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ।


Fixed Deposit: স্থায়ী আমানতের ওপর ভরসা রাখে অনেকেই
দেশে শেয়ার মার্কেট বা অন্য কোনও ঝুঁকিপূর্ণ বাজারের দিকে আস্থা রাখতে পারে না নাগরিকরা। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পছন্দ করেন বিনিয়োগকারীরা।  সেই ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতে বিনিয়োগ করে বেশি টাকা লাভ করেন। রিজার্ভ ব্যাঙ্ক নতুন করে রোপো রেট বৃদ্ধি করানোয় আরও সুদ বেশি পাবেন প্রবীণ নাগরিকরা। পরিসংখ্যান বলছে, গত মে মাস থেকে সব মিলিয়ে ৬ বার রেপো রেট বাড়িয়েছে RBI।  এখনও সব মিলিয়ে মোট ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে সুদ ।  


প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের ওপর বেশি সুদের হার দিচ্ছে এই  ব্যাঙ্কগুলি।


Bandhan Bank (বন্ধন ব্যাঙ্ক)


600 দিন (1 বছর, 7 মাস, 22 দিন) 8.50%


Yes Bank (ইয়েস ব্যাঙ্ক)


(মেয়াদ: 35 মাস) 8.25%


(মেয়াদ: 25 মাস) 8.00%


Axis Bank(অ্যাক্সিস ব্যাঙ্ক)


2 বছর <30 মাস 8.01%


IDFC First (আইডিএফসি ফার্স্ট)


18 মাস 1 দিন- 3 বছর (549 দিন থেকে 3 বছর) 8.00%


IndusInd Bank (ইন্ডাসইন্ড ব্যাঙ্ক)


2 বছরের উপরে 1 মাস থেকে 2 বছরের কম 6 মাস 8.25%


2 বছর 6 মাস থেকে 2 বছরের কম 9 মাস 8.25%


2 বছর 9 মাস থেকে 3 বছর 3 মাস 8.25%


3 বছরের উপরে 3 মাস থেকে 61 মাসের কম 8.00%


RBL Bank (আরবিএল ব্যাঙ্ক)


453 থেকে 459 দিন (15 মাস) 8.30%


460 থেকে 724 দিন (15 মাস 1 দিন থেকে 725 দিনের কম) 8.30%


725 দিন 8.30%


Suryoday Bank (সূর্যোদয় ব্যাঙ্ক)


1 বছর 6 মাস থেকে 2 বছরের উপরে 8.51%


2 বছরের উপরে থেকে 998 দিন 8.01%


999 দিন 8.76%


DCB Bank (ডিসিবি ব্যাঙ্ক)


18 মাস থেকে 700 দিনের কম 8.00%


700 দিন 8.00%


700 দিনের বেশি থেকে 36 মাসের কম 8.35%


36 মাস 8.35%


36 মাস থেকে 60 মাসের বেশি 8.10%


60 মাস থেকে 120 মাসের বেশি 8.10%


Ujjivan Small Finance Bank (উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক)


80 সপ্তাহের জন্য 8.75%


Equitas Small Finance Bank (ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক)


888 দিনের জন্য 8.5%


Utkarsh Small Finance Bank 700 দিনের FD-এ সাধারণ নাগরিকদের জন্য 8.25 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 9 শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক৷


EPFO Alert: EPFO গ্রাহকরা সাবধান ! ভুল করেও এই ভুল করবেন না, হারাবেন টাকা