Indian Politics: দেশের আম আদমি গরিব হলেও নেতারা দরিদ্র নয়। অন্তত সেই তথ্য দিয়েছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artifical Intelligence) গুগল বার্ড। নথি বলছে, ভারতে বিভিন্ন দলের নেতাদের কাছে রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। এককথায় যা ধনকুবেরদেরও হার মানায়।


Business News: দেশের সার্বিক আর্থিক অবস্থা কেমন ?
এমনিতে বিশ্বের দরিদ্র দেশগুলির মধ্যে ভারতকে গণ্য করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) মতে, দেশে মাথাপিছু নামমাত্র জিডিপির পরিপ্রেক্ষিতে 195টি দেশের মধ্যে ভারত 139তম স্থানে রয়েছে। এটাকে অবশ্যই ভাল অবস্থা বলা যাবে না। তবে ভারতের নেতাদের দিকে তাকালে ভিন্ন চিত্র ধরা পড়ে। ভারত দরিদ্র হতে পারে, কিন্তু ভারতের নেতারা গরিব নয়। ভারতের কিছু ধনী নেতা রয়েছেন, যাঁরা চাইলে একাই একটি রাজ্যের গরিবদের আর্থিক অবস্থা শুধরে দিতে পারেন।


Richest Politicians in India: শীর্ষে রয়েছেন এই বিজেপি নেতা
এ জন্য আমরা প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছিলাম। গুগল বার্ডকে ভারতের সবচেয়ে ধনী নেতাদের তালিকা বের করতে বলা হলে AI জানিয়েছে, বর্তমানে দেশের সবচেয়ে ধনী নেতা হলেন মঙ্গল প্রভাত লোধা। গুগল বার্ডের তথ্য অনুযায়ী, মহারাষ্টের এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ২৫,২০০ কোটি টাকা। এই তালিকায় দ্বিতীয় নামটি বিহারের মহেন্দ্র প্রসাদের। রাজা মহেন্দ্র নামে পরিচিত জেডিইউ নেতা আর মারা গেছেন। তার মোট সম্পত্তি ছিল 13,400 কোটি টাকা। একইভাবে, বিজেপির রাজীব চন্দ্রশেখর 12 হাজার কোটি টাকা নিয়ে তৃতীয়, কংগ্রেসের নবীন জিন্দাল 11 হাজার কোটি টাকা নিয়ে চতুর্থ ও কংগ্রেসের কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি 895 কোটি টাকা নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।


Google Bird: এখানে বার্ডের দ্বিতীয় তালিকা
বার্ড এই তালিকার পাশাপাশি একটি দ্বিতীয় তালিকাও প্রস্তুত করেছে, যেখানে এসপির জয়া বচ্চন 1000 কোটি টাকা নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। একই সময়ে কংগ্রেসের অভিষেক সিংভি 860 কোটি টাকা নিয়ে দ্বিতীয়, তেলেগু দেশম পার্টির জয়দেব গাড্ডা 683 কোটি টাকা নিয়ে তৃতীয়, জগন মোহন রেড্ডি 678 কোটি টাকা নিয়ে চতুর্থ ও কংগ্রেসের সাবিত্রী জিন্দাল 660 কোটি টাকা নিয়ে পঞ্চম স্থানে ছিলেন। 


AI: এআই-এর সীমাবদ্ধতা
নেতাদের আর্থিক গতি প্রকৃতি সম্পর্কে গুগল বার্ড তার কিছু অক্ষমতার কথাও উল্লেখ করেছে। সে জানিয়েছে,  ভারতের নেতাদের মোট সম্পদ সম্পর্কে সঠিকভাবে বলা খুব কঠিন, কারণ বিভিন্ন উত্স থেকে এটি সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে।


এই ছবি হলফনামা থেকে নেওয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন ছাড়া অন্য কিছু নয়। মেশিন ল্যাঙ্গোয়েজের ওপর তাদের সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার কথা মাথায় রেখে আমরা নিজেদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। যা নেতাদের হলফনামা থেকে নেওয়া হয়েছে। চলতি বছর কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন এমন 4 জন প্রার্থী এগিয়ে এসেছিলেন, যাদের কাছে 1000 কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।


Richest Politicians in India: এই হল কর্ণাটকের ৪টি বড় নাম
দেশের ধনী নেতাদের তালিকায় প্রাক্তন কংগ্রেস নেতা ইউসুফ শরীফ নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তাঁর সম্পদের পরিমাণ 1,633 কোটি টাকা। ইউসুফ শরীফ কেজিএফ বাবু নামে বিখ্যাত। দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পরও তিনি এই নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।


এ ছাড়াও রয়েছেন এন নাগারাজু। বিজেপি সরকারের একজন মন্ত্রী, তার সরকারি সম্পদ 1,609 কোটি টাকা বলে ঘোষণা করেছেন। কংগ্রেসের জয়ে মুখ্য ভূমিকা পালনকারী ডি কে শিবকুমার 1,413 কোটি টাকার সম্পদের তথ্য দিয়েছেন। একইসঙ্গে কংগ্রেসের প্রিয়া কৃষ্ণ 1,156 কোটি টাকার সম্পত্তির তথ্য দিয়েছেন।


আরও পড়ুন : Isha Ambani: রিলায়েন্সের সাম্রাজ্য ভাগ ! মেয়ে ইশাকে কী দিলেন মুকেশ ?