নদিয়া: পঞ্চায়েত ভোট সন্ত্রাসে (Panchayat Poll Violence) আরও প্রাণহানি। এবার নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। অভিযোগ, ভোটের দিন তাঁকে ব্য়াপক মারধর করে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে মৃত্য়ু হয় আক্রান্তের। মৃতের নাম শুকুর আলি শেখ। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আনন্দ বাসে। তাঁর পুত্রবধূ সুনীতা বিবি ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোটের দিন তাঁর শ্বশুরকে ভোটের বাইরে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে অবস্থা গুরুতর হলে, নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


পুনর্নির্বাচনের দিন সকাল থেকেই নদিয়ায় অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে।  পুনর্নির্বাচনের দিন, এই অভিযোগে, নদিয়ার পলাশাপাড়ার শ্রীকৃষ্ণপুরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।  তাঁদর দাবি, ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল। ভোট দিতে গেলে হুমকি, ভয় দেখানো হচ্ছে। এরইমধ্য়ে, এক তৃণমূল আশ্রিত দুষকৃতীর বাইক পাকড়াও করে ব্য়াপক ভাঙচুর চালায় গ্রামবাসীরা। যদিও সেই দুষ্কৃতী চম্পট দেয় বলে দাবি।


পঞ্চায়েতের পুনর্নির্বাচনের (Panchayat Election) দিন, নদিয়ার ধুবুলিয়ায় উদ্ধার হল বিজেপি প্রার্থীর দেওরের পচাগলা মৃতদেহ। পরিবার সূত্রে দাবি, ভোটের বেশ কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন, বাহাদুরপুর পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সঙ্গীতা মণ্ডলের দেওর অষ্ট মণ্ডল। আজ সকালে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, পাট ক্ষেতের মধ্য়ে, তাঁর পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খুনের অভিযোগ তুলেছে পরিবার। ধুবুলিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। 


আজ কোথায় কোথায় পুনর্নির্বাচন? দেখে নিন


আজ পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। মুর্শিদাবাদের ১৭৫টি বুথে পুনর্নির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন। মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন। হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে পুনর্নির্বাচন। উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন।




 



উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন। বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হবে পুননির্বাচন। নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হবে পুনর্নির্বাচন। পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে পুনর্নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে পুনর্নির্বাচন । প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান
শনিবার ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ ।