Share Market: বিনিয়োগকারীদের হতাশ করল ভারতীয় বাজারের অন্যতম বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে লাভের অঙ্ক কমেছে মুকেশ অম্বানি(Mukesh Ambani) নেতৃত্বাধীন এই কোম্পানির। 


Mukesh Ambani: কত টাকা কমল মুনাফা  
দেশের বৃহত্তম বেসরকারি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ(Reliance Industries) 2023-24 আর্থিক বছরের এপ্রিল থেকে জুন মাসের প্রথম প্রান্তিকের ফলাফল ঘোষণা করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে ১১ শতাংশ। প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্সের মুনাফা হয়েছে 16,011 কোটি টাকা, যেখানে গত বছরের একই ত্রৈমাসিকে 17,955 কোটি টাকা নেট লাভ হয়েছিল সংস্থার৷


Stock Market: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অপারেটিং আয়ও গত বছরের একই ত্রৈমাসিকে 2,23,113 কোটি টাকা  থেকে 5.3 শতাংশ কমে 2.11 লাখ কোটি টাকা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ার 9 টাকা ডিভিডেন্ট ঘোষণা করেছে।


Jio: অনেকটাই কমেছে লাভের অঙ্ক 
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রাজস্ব হ্রাসের প্রধান কারণ তেল ও রাসায়নিক ব্যবসার দুর্বল কর্মক্ষমতা। এই ব্যবসা থেকে রাজস্ব 18 শতাংশ কমে 1.33 লক্ষ কোটি টাকা হয়েছে। খুচরো ও টেলিকম ব্যবসার ভালো পারফরম্যান্স রাজস্ব ও মুনাফার বড় পতন এড়াতে পেরেছে।


রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের খুচরো ব্যবসায় আয় হয়েছে 69,962 কোটি টাকা, 20 শতাংশ লাফিয়ে লাভ হয়েছে 2448 কোটি টাকার। যেখানে ডিজিটাল সেবার আয় ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৩২,০৭৭ কোটি টাকা। রিলায়েন্সের ফলাফল সম্পর্কে কোম্পানির চেয়ারম্যান মুকেশ অম্বানি জানিয়েছেন, এই ত্রৈমাসিকে রিলায়েন্সের শক্তিশালী অপারেটিং রেটিং কিছুটা কমেছে। যার ফল দেখা গেছে হিসেবখাতায়। 


Share Market: জিওর কী অবস্থা
কোম্পানির এই ফলের বিষয়ে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড ডিজিটাল ব্যবসার চেয়ারম্যান আকাশ এম অম্বানি বলেন, ''জিও দ্রুত তার 5 জি নেটওয়ার্ক চালু করছে। Jio 2023 সালের ডিসেম্বরের আগে ভারত জুড়ে 5G রোলআউট সম্পূর্ণ করবে। 2G মুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়ন করতে ও প্রত্যেক ভারতীয়র কাছে ইন্টারনেট নিয়ে আসার জন্য Jio JioBharat ফোন চালু করেছে৷ এই নতুন বিনিয়োগের মাধ্যমে Jio আগামী বছরগুলিতে সংযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে বিকাশের গতিকে আরও ত্বরান্বিত করবে।''


Reliance Retail: রিটেল ব্যবসাতেও কী মন্দার আবহ
এই বিষয়ে রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশা এম আম্বানি বলেন, '' আমি এই প্রতিবেদনে আনন্দিত,  ত্রৈমাসিকে আমাদের আর্থিক পারফরম্যান্স দুর্দান্ত ছিল। এই ফল আমাদের ব্যবসায়িক লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাজারের লিডার হিসাবে আমাদের অবস্থান সমস্ত প্রোডাক্টের বিভাগে ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। ক্রেতাদের জন্য কেনাকাটা আরও আকর্ষক করতে আমরা আমাদের স্টোর ও ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্ভাবন ও বিনিয়োগ চালিয়ে যাব।''


জিও ফিনের ডিমার্ডার নিয়ে কী বলেছেন মুকেশ অম্বানি
Jio Financial Services-এর ডিমার্জার প্রসঙ্গে মুকেশ অম্বানি বলেছিলেন, ''Jio Financial Services Limited-এর ডিমার্জার প্রক্রিয়া বিপুলভাবে সঠির রাস্তায় বাস্তবায়িত হচ্ছে।আমি বিশ্বাস করি যে Jio Financial Services ভারতে আর্থিক বিষয়ে আরও ভাল অবস্থানে উঠে আসবে ।'' রিলায়েন্সের এই ফল প্রভাব ফেলেছে শেয়ার বাজারে। শুক্রবার বাজার বন্ধের সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টক 3.19 শতাংশ হ্রাস পেয়ে 2536 টাকায় বন্ধ হয়েছে।


আরও পড়ুন Bank FD vs NSC: সুদের হারে ব্যাঙ্ককে হার মানায়, পোস্ট অফিসের এই স্কিমে ৭.৭ শতাংশ সুদ