নয়াদিল্লি: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজের পরেই ১৮ অগাস্ট থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill), উভয়কেই বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর টি-টোয়েন্টি খেলেছেন না রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজের পর থেকে তাঁর বদলে এখনও পর্যন্ত সব সিরিজেই হার্দিক ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার্দিককেই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাই মনে করা হচ্ছিল আয়ারল্যান্ড সিরিজেও তেমনটাই হতে চলেছে। তবে সামনেই এশিয়া কাপ। তারপরে ভারতের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই হার্দিককে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর।


বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে এই বিষয়ে জানান, 'এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবটাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের পর হার্দিক কেমন অনুভব করছে, তার উপর নির্ভরশীল। ক্যারিবিয়ান সফরে অনেকটা যাত্রা করতে হবে এবং ফ্লোরিডা থেকে ডাবলিনে এসে মাঠে নামার জন্যও মাত্র তিন দিনেরই সময় রয়েছে হাতে। সামনেই যেহেতু বিশ্বকাপ আসছে, তাই ওর ওয়ার্কলোডের দিকটাও খেয়াল রাখতে হবে। ও যে রোহিতের সহ-অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেলবে, সেটা কিন্তু ভুললে চলবে না।'


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ অগাস্ট থেকে। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। এই সিরিজের শেষ দুই ম্যাচ ফ্লোরিডায় আয়োজিত হবে। তার পরপরেই আয়ারল্যান্ড সিরিজ। গিল এবং হার্দিক, উভয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের অঙ্গ। তাই দুইজনেই বিশ্রামের তেমন সময় পাবেন না। সেই কারণেই আয়ারল্যান্ড সফরে তাঁদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিরাট কোহলি বা রোহিত শর্মা, আইরিশদের বিরুদ্ধে সিরিদ খেলবে না, তা ধরে নেওয়াই যায়। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবকে প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। সূর্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কও বটে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম