New Royal Enfield Bullet 350: ভারতে নতুন বাইকে নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। আগামী কয়েক মাসের মধ্যেই দেশে বেশ কয়েকটি নতুন বাইক আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। শোনা যাচ্ছে, নেক্সট জেনারেশন বুলেট ৩৫০ আনতে চলেছে কোম্পনি। লঞ্চ হওয়ার পর থেকেই দেশে বুলেট খুবই জনপ্রিয় বাইক। আগামী বছরের শুরুতে এই বাইকটি দেশে রাস্তায় দেখা যাবে বলে খবর। খুব শীঘ্রই এই বাইকটির উৎপাদন শুরু হবে।
Royal Enfield Bikes: পরীক্ষামূলকভাবে দেশের রাস্তায় দেখা গিয়েছে বহুবার
এই বাইকটি সম্প্রতি কোম্পানির ট্রায়াল রানের সময় দেখা গেছে। মডেল দেখে মনে হচ্ছে, এই বাইকটি অনেক গ্রাফিকাল আপডেট পেতে পারে। এটি একটি নতুন কালার স্কিমের সঙ্গে লঞ্চ করা হবে। বাইকের নতুন মডেল থেকে কিক স্টার্ট সরানো হবে। এছাড়াও, এই বাইকটিতে আরও অনেক নতুন পরিবর্তন দেখা যাবে।
Hunter 350: হান্টার ৩৫০ লঞ্চের অপেক্ষায়
এর আগে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-র বিষয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। এই তথ্য অনুযায়ী, এই বাইকটিতে একটি ৩৪৯ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যাবে, যা ২০ বিএইচপি পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে।
Royal Enfield Hunter 350 : কী নতুন থাকছে বাইকে ?
এই বাইকে Royal Enfield Meteor-এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বাইকটি Royal Enfield-এর সবচেয়ে সস্তা ও ছোট বাইক হবে। যার দৈর্ঘ্য ২০৫৫ এমএম ও প্রস্থ ৮০০ এমএম হবে। এর হুইলবেস ১৩৭০ এমএম হবে। হান্টারটির দাম প্রায় ১.৫ লক্ষ টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।