Royal Enfield-এর নতুন বাইক Scram 411 লঞ্চ হয়েছে ভারতে। ভারতীয় বাজারে ইয়েজদি স্ক্র্যাম্বলারের সঙ্গে প্রতিযোগিতা হবে এই বাইকের। এখানে আমরা Scram 411 ও Yezdi Scrambler তুলনা করব। জেনে নেব পারফরম্যান্সের যুদ্ধে কে এগিয়ে-কে পিছিয়ে ? 


Royal Enfield Scram 411 vs Yezdi Scrambler: দামের দিকে দেখলে ইয়েজদি স্ক্র্যাম্বলারের দাম শুরু হচ্ছে 2.04 লাখ টাকা থেকে (এক্স-শোরুম)।  Royal Enfield Scrum 411-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে 2.03 লক্ষ টাকা (এক্স-শোরুম)।


দুই বাইকের ইঞ্জিন


Scram 411-এ কোম্পানি 411cc এয়ার-কুলড SOHC ইঞ্জিন দিয়েছে। যা 24.3 bhp শক্তি ও 32 Nm টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিনটি একটি 5 স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। স্ক্র্যাম 411 এর ইঞ্জিন ইয়েজদি স্ক্র্যাম্বলারের চেয়ে বেশি টর্ক দেয়। ইয়েজদি স্ক্র্যাম্বলারের ইঞ্জিন আরও শক্তি দেয়। Yezdi Scrambler একটি 334cc লিকুইড-কুলড DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা 29.1bhp শক্তি ও 28.2Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এর সাথে একটি 6 স্পিড গিয়ারবক্স রয়েছে।


Royal Enfield Scram 411 vs Yezdi Scrambler: স্ক্র্যাম ও স্ক্র্যাম্বলারের বৈশিষ্ট্য


আপনি Scram 411-এ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাবেন। যা Royal Enfield Meteor 350-র ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো। ইয়েজদি স্ক্র্যাম্বলারে আপনি হ্যান্ডেলবার-মাউন্টেড ইউএসবি, এলইডি লাইট ও টাইপ-সি চার্জিং পয়েন্ট পাবেন। এ ছাড়াও রয়েছে, একটি এলসিডি ডিজিটাল কনসোলের মতো বৈশিষ্ট্য। এই বাইকটিতে 3টি অপশনাল মোড রোড, অফ রোড ও রেইন মোড দেওয়া হয়েছে। ডুয়েল-চ্যানেল ABS এর মত ফিচার রয়েছে বাইকে।


ভারতীয় বাজারে Royal Enfield Scram 411-এর সবচেয়ে বড় প্রতিযোগী হল Honda CB350 RS ও Yezdi Scrambler। উভয়ই সলিড বিল্ডের মোটরসাইকেল। এতে প্রথাগত টুইন সাসপেনশন সিস্টেম দেওয়া হয়েছে। Royal Enfield-এর নতুন Scrambler-এ টিউব টায়ার সহ 19-ইঞ্চি সামনে ও 17-ইঞ্চি পিছনের ওয়্যার-স্পোক হুইল দেওয়া হয়েছে। ইয়েজদির আলোতে এলইডি দিয়েছে কোম্পানি।