Hunter 350: রয়্যাল এনফিল্ডের পরিবারে একেবারে অন্য অবতার, ডিজাইনের সঙ্গে বদলে গেছে ওজন। ফলে ১৫০-৬০ সিসির বাইক চালালে আপগ্রেডের জন্য এই ৩৫০ সিসির হান্টার হতে পারে সেরা অপশন। জেনে নিন, কেন এই দাবি করছে বাইক ব্লগাররা।


Royal Enfield Hunter 350: ওজন হতে পারে সেরা বাজি
অনেক সময় ৩৫০ সিসি বাইকের ওজনের কথা ভেবে আর রয়্যাল এনফিল্ডের কথা ভাবেন না ক্রেতারা। এবার ক্রেতাদের সেই ওজনের চিন্তা  মাথায় রেখেছে কোম্পানি। ৩৫০ সিসির হান্টারের ওজন রাখা হয়েছে ১৮১ কেজি। বলতে গেলে, রয়্যাল এনফিল্ডের এখনও পর্যন্ত সবথেকে হালকা বাইক। মূলত, যুব প্রজন্মের কথা মাথায় রেখেই এই বাইক এনেছে রয়্যাল এনফিল্ড। 




Hunter 350: কী রয়েছে বাইকে ?
গত ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইকের বন্যা। রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ নিয়ে আগ্রহের শেষ নেই যুব প্রজন্মের মধ্যে। নতুন মডেলে ডুয়াল-টোন ফিনিশ নজর কাড়বে যেকোনও বাইকারের। জেনে নিন, কী দেওয়া হয়েছে বাইকে। বাইকে স্পষ্টতই ক্লাসিক ৩৫০ ও মিটিওর ৩৫০-র থেকে অনেক ডিজাইন নেওয়া হয়েছে। এতে টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যাতে একটি ট্রিপার ন্যাভিগেশনও রয়েছে।যদিও এটি স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়া হচ্ছে না বাইকে। হান্টারের টপ-এন্ড ভ্যারিয়েন্টের অংশ হিসেবে এটি দেওয়া হচ্ছে।


Royal Enfield Hunter 350: কত দাম বাইকের ?
সম্প্রতি হান্টার ৩৫০ লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। মাত্র ১.৫ লক্ষ টাকার কম দামে বাইক লঞ্চ করেছে কোম্পানি। যার টপ এন্ড মডেলটি ১.৬ লক্ষ টাকা রাখা হয়েছে। হান্টার ৩৫০ জে সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এর অন্যান্য মডেলের তুলনায় এতে একটি ছোট হুইলবেস দেওয়া হয়েছে।বাইকটি অন্যান্য RE-এর তুলনায় স্পোর্টিং দেখায় ও এর ইঞ্জিনও কালো রঙে আনা হয়েছে। যাতে বাইক সবার মাঝে আলাদাভাবে নজর কাড়ে।


Hunter 350: বাইকের দুটি ভ্যারিয়েন্ট
হান্টার রেট্রো ও হান্টার মেট্রো-সহ দুটি ট্রিমে আনা হয়েছে। রেট্রো ১৭ ইঞ্চি স্পোকড অ্যালয় পায়। এতে একটি ৩০০ এমএম ফ্রন্ট ডিস্ক ব্রেক ও সিঙ্গল চ্যানেল ABS সহ পিছনে ড্রাম ডিস্ক রয়েছে।এছাড়াও একটি ডিজিটাল/অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাচ্ছে এই বাইকে।মেট্রো একটি ডুয়াল কালার লিভারি, কাস্ট অ্যালয় ও টিউবলেস টায়ার নিয়ে আসে। এতে ট্যাঙ্কে গ্রাফিক্স-সহ গোল পিছনের লাইট পাবেন।


আরও পড়ুন : Keeway Vieste 300: সাড়ে তিন লাখ টাকার স্কুটার ! কিওয়ে আনল ভিয়েস্তে ৩০০, কী এমন বিশেষত্ব ?