Royal Enfield Hunter vs Meteor 350: দেশের বাজারে লঞ্চ হতেই আলোড়ন ফেলে দিয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। আক্রমণাত্মক ডিজাইন ও প্রতিযোগিতামূলক দামের কারণে এই বাইকের দিকে ছুটছে যুব প্রজন্ম। তবে এখনও রয়্যাল এনফিল্ডের হাইওয়ে ক্রুজার বলতে মিটিওরকেই বোঝে দেশ। দেখে নিন, তুলনামূলক আলোচনায় কে এগিয়ে-কে পিছিয়ে ?
Royal Enfield Hunter 350: একই J প্ল্যাটফর্মের ৩৫০সিসি ইঞ্জিন থাকা সত্ত্বেও হান্টার 350 অনেক স্পোর্টি বাইক। এই বাইককে স্পোর্টি করতে ইঞ্জিনকে নতুন করে টিউন করেছে কোম্পানি।যারা রয়্যাল এনফিল্ডের ঐতিহ্য বহন করে তাদের কাছে মিটিওর আলাদা গুরুত্ব পায়। এই ক্রুজারের অনুভূতি, রাইডিং পজিশন ও ফিচার ক্রেতাদের আকৃষ্ট করে। হান্টার ৩৫০ শিক্ষানবীশ RE রাইডারদের জন্য একটা ভাল অপশন। রয়্যাল এনফিল্ডের প্রথম অভিজ্ঞতা নেওয়া জন্য দারুণ বাইক হান্টার। এতে অনেকগুলি নতুন স্পেকস দেওয়া হয়েছে যা অন্যান্য ৩৫০ সিসির রয়্যালএনফিল্ডে আপনি দেখতে পাবেন।
Royal Enfield Bikes: হান্টার সাধারণ রয়্যাল এনফিল্ডের আদল থেকে ভিন্ন রাখা হয়েছে এই বাইককে। মিটিওরের কম হুইলবেস রয়েছে এই গাড়িতে। ছোট হুইলবেসের কারণে উল্লেখযোগ্যভাবে কম ভারী এই বাইক। রাস্তায় কম ভারী হওয়ায় এটি সহজে রাইড করা যায়। হান্টার কম ভারী হওয়ার আরেকটি কারণ হল, এই বাইক ও হ্যান্ডেলবারগুলির জন্য বেসপোক নতুন সাসপেনশন সহ অনেক উপাদান শেয়ার করেনি। একটি ছোট চেসিস ও নতুন সিট দেওয়া হয়েছে হান্টারে।
Royal Enfield Hunter 350: আশ্চর্যের বিষয় হল হান্টারে থাকা 20.2bhp ও 27Nm পাওয়ারট্রেনে মিটিওরের মতো সাউন্ড আসে না। এর আলাদা একজস্ট নোট তৈরি করা হয়েছে । কম ওজনের কারণে এটি আরও দ্রুত রাস্তায় ছুটতে পারে। প্রশ্ন হল, হান্টার থেকে মানুষ যা আশা করে, তা দিতে পেরেছে রয়্যাল এনফিল্ড। হান্টার রয়্যাল এনফিল্ডের 'ওল্ড স্কুল' বাইকগুলির সঙ্গে তুলনায় পারবে কিনা। হান্টার একটি ভিন্ন ধরনের বাইক, যা মিটিওরের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। নতুন রাইডারদের কাছে আকর্ষণীয় হতে পারে এই বাইক। অন্যথায় তাঁরা জাভার দিকে যেতে পারেন। তাই বলা যেতেই পারে, মিটিওরের তুলনায় বাজেটে ও পারফরম্যান্সে এগিয়ে থাকবে হান্টার।