Upcoming Royal Enfield Bikes: ৩৫০ সিসির বিভাগে সেরার তকমা পাওয়ার পর এবার আরও শক্তিশালী ইঞ্জিন নিয়ে আসছে Royal Enfield । চলতি বছরেই ভারতে লঞ্চ হতে চলেছে কোম্পানির নতুন মডেল Royal Enfield Super Meteor 650।
Royal Enfield Super Meteor 650: ইতিমধ্যেই দেশের রাস্তায় বহুবার পরীক্ষামূলক সফরে দেখা গিয়েছে রয়্যাল এনফিল্ডের এই বাইককে। নামের বিষয়টি নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে Royal Enfield Super Meteor 650 হিসাবেই দেশে লঞ্চ করবে এই গাড়ি।
Upcoming Royal Enfield Bikes: কেমন দেখতে বাইক ?
বর্তমান Meteor 350 থেকে অনেকটাই বড় এই বাইক। বাইকের আদল একটি ক্রুজারের মতোই রাখা হয়েছে। বাইকের গোপন ছবিগুলি দেখে বলা যায়, এটি দু-চাকার প্রোডাকশন মডেল। বাইকে সুইফ্ট ব্যাক বার ছাড়াও দেওয়া হয়েছে মাউন্ট ফুট পেগ। আমরা আশা করছি, এই 650cc বাইকে LED লাইট ও এনফিল্ড ট্রিপার ন্যাভিগেশন-সহ বড় ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে।
Royal Enfield Super Meteor 650: ক্রুজারে দীর্ঘ পথ অতিক্রম করার জন্য বড় উইন্ডশিল্ড ও ফ্যাট রেয়ার টায়ার দেওয়া হয়েছে। এমনকী ট্যাঙ্কের ক্রুজার লুকের জন্য একটি টিয়ার ড্রপ আকৃতি রয়েছে যা বাইকে অন্য মাত্রা জোগাবে। নতুন এই বাইকের ইঞ্জিন বর্তমান RE রেঞ্জ থেকে আলাদা হবে বলে শোনা যাচ্ছে। ইঞ্জিনটি 47.6PS ও 52Nm টর্ক দেবে বলে শোনা যাচ্ছে। যা ইন্টারসেপ্টর ও কন্টিনেন্টাল জিটি পাওয়ার আউটপুটের মতোই হবে। তবে ইঞ্জিনটির পাওয়ার ডেলিভারির ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হতে পারে।
Upcoming Royal Enfield Bikes: ছবিতে দেখা যাচ্ছে, বাইকের উভয় প্রান্তে ডিস্ক ও ডুয়াল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড থাকবে।এতে USD ফর্কও পাবেন ক্রেতারা। চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে এই বাইক৷ মূল্যের পরিপ্রেক্ষিতে, এটি RE রেঞ্জের সবচেয়ে প্রিমিয়াম 650 বাইক হতে পারে। প্রিমিয়াম ক্রুজার বিভাগে এর প্রতিযোগিতা হবে কাওয়াসাকি ভলকান এস (Kawasaki Vulcan S)-এর সঙ্গে।