কলম্বো: আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল লঙ্কা ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে দাসুন শনাকাকে। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছে চারিথ আসালাঙ্কাকে। দলে যদিও স্থান পাননি ভানুকা রাজাপক্ষে।


আঠারো সদস্যের স্কোয়াডে অফ স্পিনার আশিয়ান ড্যানিয়েল একমাত্র নতুন মুখ। চোটের জন্য় দলে জায়গা পাননি আবিষ্কা ফার্নান্ডো, নুয়ান তুশারা ও স্পিনার রমেশ মেন্ডিস। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৪ ব্যবধানে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। শেষ ম্যাচে একমাত্র জয় পেয়েছে লঙ্কা বাহিনী। 


 






তবে মিডল অর্ডার ব্যাটার ভানুকা রাজাপক্ষেকে দলে নেওয়া হয়নি ফিটনেস ইস্যুর কথা মাথায় রেখে। ড্যানিয়েলকে দলে রাখা হয়েছে লিস্ট এ ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য। উল্লেখ্য, ২৪ তারিখ থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজের বাকি ২ ম্যাচ হবে ২৬ ও ২৭ তারিখ। সব ম্যাচই হবে লখনউয়ে।


এদিকে, ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার দিনই উদ্বেগ তৈরি করল চাহারের চোট। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়েও তৈরি হল সংশয়। গতকাল ম্যাচের সময় আচমকাই রান আপ ধরে দৌড়তে গিয়ে থমকালেন চাহার। তাঁকে দেখা গেল ঊরু চেপে ধরে দাঁড়িয়ে পড়তে। তারপরই মাটিতে লুটিয়ে পড়লেন। ফিজিও এসে শুশ্রূষা করেও তাঁকে বল করার মতো অবস্থায় নিয়ে যেতে পারলেন না। মাঠ ছাড়লেন মিডিয়াম পেসার। তাঁর পরিবর্তে ওভার শেষ করলেন বেঙ্কটেশ আইয়ার। ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত।


আরো পড়ুন: লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ, তরুণদের যথাযথ সুযোগ দিতে চান রোহিতদের হেডস্যার