Bikes: দীর্ঘদিন ধরে এই বাইকের জন্য অপেক্ষা করে রয়েছে রয়্যাল এনফিল্ডের অনুরাগীরা। এবার প্রতীক্ষার অবসান হতে চলেছে। আসছে নতুন হিমালয়ান 450 (Royal Enfield Himalayan)।  


Auto: কী নতুন থাকছে বাইকে ?
বর্তমানে এটি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ লঞ্চগুলির মধ্যে একটি। এমনিতেই হিমালয়ান 411 নিজ গুণেই একটি ব্র্যান্ড। তবে এই অ্যাডভেঞ্চার ট্যুরারের কিছু ত্রুটি রয়েছে। সেই কারণে রয়্যাল এনফিল্ড নতুন প্রজন্মের হিমালয়ান দিয়ে এই সব ত্রুটিগুলি কাটিয়ে উঠতে চায়। পুরনো হিমালয়ের চেয়ে আরও শক্তিশালী ইঞ্জিন সহ একটি ভাল প্যাকেজ হিসাবে ডিজাইন করা হয়েছে নতুন বাইক। নতুন অ্যাডভেঞ্চার বাইকের পরীক্ষামূলক স্পাইশটস ইতিমধ্যেই বাজারে এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কয়েকবার এই বাইক পরীক্ষা করতে দেখা গেছে।


Royal Enfield Himalayan 450 কখন লঞ্চ হবে ?
রয়্যাল এনফিল্ড আসন্ন হিমালয়ান 450-এর একটি নতুন টিজার ভিডিও শেয়ার করেছে, যাতে হিমালয়ের বরফের রাস্তায় অ্যাডভেঞ্চার বাইকের  টিজার প্রকাশ করা হয়েছে। ভিডিওর শেষে মিডিয়া রাইডের স্থান হিসাবে মানালি,হিমাচল প্রদেশ দেখানো হয়েছে। নতুন হিমালয়ান 1 নভেম্বর 2023-এ লঞ্চ হওয়ার কথা রয়েছে। যা নেক্সট জেনারেশন বুলেট 350 লঞ্চের ঠিক দুই মাস পরে লঞ্চ হবে। এক্সজস্টটি একটি সিঙ্গল-সিলিন্ডার রয়্যাল এনফিল্ড থাম্পের সঙ্গে একটি বেশি শব্দের নোট যুক্ত করা হয়েছে।


Royal Enfield : কতটা শক্তিশালী ইঞ্জিন ?
নতুন প্রজন্মের হিমালয়ান একটি সম্পূর্ণ নতুন 450cc,সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন পাবে। যার মধ্যে 40 হর্স পাওয়ার প্রত্যাশিত। একটি নতুন 6-স্পিড গিয়ারবক্সের পিছনের চাকায় পাওয়ার জন্য ব্যবহার করা হবে। এর পাশাপাশি বেয়ারবোন হিমালয়ান 411-এর পরিবর্তে নতুন হিমালয়ান 450 সিঙগেল-পড, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, ব্লুটুথ কানেক্টিভিটি, ন্যাভিগেশন, অল-এলইডি লাইট এবং আপসাইড ডাউন ফ্রন্ট ফর্কের মতো আরও রিফাইনড ইঞ্জিন পাবে।


Auto: বাইকের কত দাম ?
লঞ্চ করার পরে নতুন Royal Enfield Himalayan 450-এর এক্স-শোরুম মূল্য 2.50 লক্ষ টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই বাইকটি আপডেট করা KTM অ্যাডভেঞ্চার 390 বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা একটি 373.6cc লিকুইড কুলড ইঞ্জিন পায়।


Auto : প্রতিযোগীরা বাজার গ্রাস করছে দেখে এবার পিক আপ ট্রাকের মার্কেটে ঢুকছে Mahindra। সম্প্রতি কোম্পানি নতুন পিক-আপের কনসেপ্ট মডেল প্রকাশ করেছে। পাশাপাশি পরবর্তী প্রজন্মের আরও প্রিমিয়াম পণ্য আনতে চলেছে কোম্পানি।


নতুন এই পিক-আপ ট্রাকটি কোম্পানির জনপ্রিয় Scorpio N প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একই প্লাটফর্মে তৈরি হলেও দেখতে স্করপিও SUV-র তুলনায় কিছু মূল পার্থক্য রয়েছে এই গাড়ির।


Mahindra Pik-up Truck: কেমন দেখতে হবে ডিজাইন ?
পিক-আপ হল একটি ডাবল ক্যাব ট্রাক যা  প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করতে চলেছে Mahindra। কোম্পানি লাইফস্টাইল অফার হিসেবে এই গাড়ি আনতে চলেছে। যদিও এখনও এটি কেবল কনসেপ্ট আকারেই প্রকাশ করেছে কোম্পানি। পিক-আপটি স্করপিও এন-এর মতো বুচ ফেস সহ পেশিবহুল হবে। এন-এর থেকে আরও আক্রমণাত্মক স্টাইলিং পাবে এই ট্রাক। টেলল্যাম্পগুলিও ফিউচারিস্টিক রাখা হয়েছে। তবে এই বৈশিষ্ট্য়গুলি উত্পাদন মডেলে থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়।


Mahindra Pick-up Truck: এবার পিক-আপ ট্রাক আনবে মহিন্দ্রা, কেমন দেখতে হবে গাড়ি ? সামনে এল ছবি


Car loan Information:

Calculate Car Loan EMI