নয়াদিল্লি: হাতবদল পতঞ্জলির ব্যবসায়। পতঞ্জলি খাদ্যসামগ্রীর ব্যবসায় অধিগ্রহণ করল রুচি সয়া লিমিটেড (Ruchi Soya Limited)।
পতঞ্জলী আয়ুর্বেদের খাদ্যসামগ্রীর গোটা ব্যবসা ৬৯০ কোটি টাকায় কিনেছে রুচি সয়া লিমিটেড (Ruchi Soya Limited)। পতঞ্জলির ফুড রিটেল ব্যবসার অধীনে মোট ২১টি দ্রব্য রয়েছে। ঘি, মধু, মশলা, আটা -সবই রয়েছে তার মধ্যে। পতঞ্জলির খাদ্যসামগ্রীর উৎপাদন (Production), প্যাকেজিং ও খুচরো ব্যবসা (Retail Business) অধিগ্রহণ করছে রুচি সয়া। অধিগ্রহণের পরেই নাম বদলের সিদ্ধান্তে সিলমোহর বোর্ডের (Board)। ব্যবসার নতুন নাম হবে পতঞ্জলি ফুড লিমিটেড (Patanjali Food Limited)
কত টাকায় হাতবদল:
স্টক এক্সেচেঞ্জে (Stock Exchange) হাতবদলের তথ্য জানানোর সময় বুধবার জানানো হয়েছে যে, ৬৯০ কোটি (690 Crores) টাকায় সংস্থার হাতবদল হয়েছে। পতঞ্জলীর ফুড ডিভিশনের (Food Business) যাবতীয় স্থায়ী সম্পত্তি এবং বর্তমান সম্পত্তির হিসেব করে এই দাম ধার্য করা হয়েছে।
পতঞ্জলী আয়ুর্বেদের বোর্ড তাদের খাদ্য সামগ্রীর ব্যবসাকে রুচি সয়ার হাতে হস্তান্তর করার সিদ্ধান্তে আগেই সিলমোহর দিয়েছিল। এর চুক্তির ফলে হরিদ্বার এবং মহারাষ্ট্রের দুটি কারখানা রুচি সয়ার (Ruchi Soya) হাতে যাবে।
ধাপে ধাপে টাকা:
৬৯০ কোটি টাকায় হাতবদল করা হয়েছে সংস্থাটি। মোট টাকা তিন ধাপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১৫ শতাংশ টাকা দেওয়া হবে। যার পরিমাণ ১০৩.৫ কোটি টাকা। পরের দুই ধাপে ৪২.৫ শতাংশ টাকা করে দেওয়া হবে। ১৫ জুলাইয়ের মধ্যে হাত বদলের গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে বলে সূত্রের খবর। FMCG সেক্টরে ব্যবসা আরও বৃদ্ধির জন্যই অধিগ্রহণের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সংস্থার তরফে। পতঞ্জলীকে বিশ্বের সবচেয়ে বড় FMCG সংস্থা হিসেবে তৈরি করার ভাবনা রয়েছে।
আরও পড়ুন: স্টার্টআপ থেকেই জোগান অক্সিজেনের, বেকারত্ব ঘোচাতে যেতে হবে আরও অনেক দূর