নয়াদিল্লি: ফের টাকার দামে পতন। মার্কিল ডলারের তুলনায় ৭ পয়সা পড়ল টাকার দাম। এদিন বাজার খোলার শুরুতেই দাম পড়ে যায় টাকার। ঘরোয়া শেয়ার বাজারে পতনের কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।


ফরেক্স ট্রেডাররা বলছেন, বাজার থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার আরও শক্তিশালী হওয়ায় এমন হয়েছে।


ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে টাকা দুর্বল হিসেবেই দিন শুরু করে। শেষ পর্যন্ত ৭ পয়সা পতন হয়েছে ভারতীয় টাকার। মঙ্গলবার ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮২ টাকা ৪ পয়সা। বিশ্বে তেলের দামের যে বেঞ্চমার্ক ধরা হয়, বেন্ট ক্রুড ফিউচার-অর্থাৎ তেলের দাম .১৮ শতাংশ নেমে ব্যারেল প্রতি ৮৪.৬২ মার্কিল ডলার দাঁড়িয়েছে।


বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, ডলার-টাকার জুড়ি ৮২ মার্কের উপরে রয়েছে।  ৮২.২০ মার্ক পেরনোর জন্য তৈরি। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ক্রমশ বাণিজ্য ঘাটতি বাড়তে থাকা, তেলের দামে বৃদ্ধি, সুদের হার কমানোর বিষয়ে ভারত ও আমেরিকার পার্থক্য- এই সব কারণে ভারতের বন্ড মার্কেট থেকে বিনিয়োগ বেরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। 


FII মঙ্গলবার মূলধনী বাজারে নেট বিক্রেতা ছিল কারণ এক্সচেঞ্জ ডেটা অনুসারে তারা ৮১০.৬০ কোটি টাকার শেয়ার অফলোড করেছে।


আরও পড়ুন: তিন সপ্তাহে ৪৩০% এরও বেশি বৃদ্ধি, রাজধানীতে হু হু করে থাবা বিস্তার করছে করোনাভাইরাস