জয়পুর: আইপিএলে আজ ফার্স্ট বয় ও সেকেণ্ড বয়ের লড়াই। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজস্থান রয়্য়ালস আজ তাঁদের ঘরের মাঠে নামতে চলেছে দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। লখনউ তার আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। ৩ বল বাকি থাকতে ম্যাচ ২ উইকেটে জিতে গিয়েছিল শিখর ধবনের দল। অন্যদিকে রাজস্থান নিজেদের আগের ম্যাচে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। 


 


আজকের খেলা


আজ রাজস্থান রয়্যালস ও লখনউ সুপারজায়ান্টসের লড়াই


কবে খেলা


আজ ১৯ এপ্রিল, বুধবার রাজস্থান ও লখনউ পরস্পর মুখোমুখি হবে


কোথায় খেলা


আজকের খেলাটি হবে সোয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুরে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায়


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপারজায়ান্টস ম্যাচটি। 


জয়পুরে এই মুহূর্তে গরম বেশ ভালই। তার মধ্যেই ক্রিকেটের আসর বসেছে। রাজস্থান শিবিরের জন্য খুবই ভাল খবর যে তারা টানা জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। অন্যদিকে লখনউ ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া। রাজস্থানে ব্যাটিং লাইন আপের টপ অর্ডারই তাঁদের প্রধান শক্তি। বাটলার, জয়সওয়াল ও স্যামসন তিনজনই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে মিডল অর্ডার এখনও পর্যন্ত সেভাবে পরীক্ষিত হয়নি। বিশেষ করে মিডল অর্ডারের রিয়ান পরাগের ফর্ম চিন্তা কিছুটা রাখবে রাজস্থানকে। এখনও পর্যন্ত ২১ বছরের এই তরুণ যথাক্রমে রান করেছেন ৭,২০, ৭, ৫। এই ম্যাচেও পরাগকে খেলানো হয় কি না তা দেখার।


বাটলারের ফর্ম অবশ্য় জয়পুরের মাঠে দুর্দান্ত। এখনও পর্যন্ত সোয়াই মানসিং স্টেডিয়ামে ৫৪.২৫ গড়ে ব্য়াটিং করেছেন। স্ট্রাইক রেট ১৪৩। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৫। 


লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলায়নি কুইন্টন ডি কককে। কাইল মায়ার্স দুর্দান্ত ফর্মে থাকায় প্রোটিয়া উইকেট কিপার ব্যাটারের একাদশে সুযোগ হয়নি একনও পর্যন্ত। আগের ম্যাচে যুধবীর সিংহ দারুণ অভিষেক করেছেন। এই ম্যাচেও হয়ত তিনি খেলবেন। তবে সোয়াই মানসিং স্টেডিয়ামের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে অমিত মিশ্রাকে খেলাতে চাইবে লখনউ টিম ম্য়ানেজমেন্ট। এখনও পর্যন্ত ২টো ম্যাচ খেলেছে ২ দল। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান শিবির।