নয়াদিল্লি: মার্কিন ডলারের (USD) তুলনায় সর্বনিম্ন দাম হয়ে গেল টাকার (INR)। আজ দুপুরে টাকার দাম কমে হয় মার্কিন ডলার প্রতি ৭৬.৯৭। পরে অবশ্য টাকার দাম কিছুটা বেড়ে হয় ৭৬.৮৫। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হস্তক্ষেপের ফলেই টাকার দাম সামান্য বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।


টাকার দাম কমল


গতকাল দিনের শেষে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৬.২৬। আজ দিনের শুরুতে টাকার দাম কমে হয় ৭৬.৬৪। এরপর বেলা যত গড়ায়, ততই টাকার দাম কমতে থাকে। একসময় টাকার দাম মার্কিন ডলারের তুলনায় ৫৭ পয়সা কমে হয় ৭৬.৯২। বিদেশে মার্কিন ডলারের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই টাকার দাম কমতে থাকে। আন্তর্জাতিক বাজারে আজ অশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ১১০ মার্কিন ডলার। টাকার দামের উপর এর প্রভাব পড়ে। একসময় মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমে হয় ৭৬.৯৭। এর আগে গত ৭ মার্চও মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমে হয়েছিল ৭৬.৯৭। এটাই মার্কিন ডলারের তুলনায় সর্বনিম্ন টাকার দাম।


রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ


রিজার্ভ ব্যাঙ্ক বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। তার ফলে গত এক মাসে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ২০ বিলিয়ন মার্কিন ডলার কমে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি মুদ্রার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার জন্য হস্তক্ষেপ করা হচ্ছে না। বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে যাতে অস্থিরতা না থাকে, সেটাই নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে।


সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রিজার্ভ ব্যাঙ্ক অপ্রত্যাশিতভাবে বিদেশি মুদ্রা বিনিময়ের হার বাড়ানোর ফলে গত দু’দিনে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম বেড়েছিল। কিন্তু আজ ফের টাকার দাম কমে গেল। বিদেশি মুদ্রার পরিমাণ কমে যাওয়া এবং অশোধিত তেলের দাম বাড়তে থাকায় টাকার দাম কমে গিয়েছে।


সেনসেক্সের পতন


আজ শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ৮৬৬ পয়েন্ট কমে হয় ৫৪,৮৩৫। নিফটিও ২৭১ পয়েন্ট কমে হয় ১৬,৪১১।