কলকাতা: ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে- (Indian Stock Market)। বুধবার বাজার খুলতেই ক্রমশ পড়তে থাকে ভারতের শেয়ার বাজারের (Stock Market) সূচকগুলি। কিন্তু এই বাজারেও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে রেলের একটি স্টক- RVNL. 


শেয়ার বাজারে (Share Price) পতন অব্যাহত থাকলেও এই স্টক ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার দুপুর ২টা পর্যন্ত ৯.৫৯ শতাংশ বেড়েছে স্টকের দাম। একদিনে ৫১ টাকারও বেশি বেড়ে দুপুর দেড়টা নাগাদ এই স্টকের দাম দাঁড়িয়েছে ৫৯৫ টাকার আশেপাশে। এর আগেও ভারতে শেয়ার বাজারে সামগ্রিক সূচক নিম্নগামী হলেও বেড়েছে এই স্টকের দাম। মঙ্গলবারও RVNL-এর শেয়ারের দাম রেকর্ড উচ্চতা ছুঁয়েছিল। তারপর পড়তে থাকে এই শেয়ারের (RVNL Share Price) দর। বিশেষজ্ঞদের ধারণা প্রফিট বুকিংয়ের (profit booking) কারণে শেয়ারের দাম পড়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে ট্রেডিংয়ে টানা দৌড় দেখিয়েছে এই সরকারি সংস্থার স্টক।


সম্প্রতি RVNL- দ্বিতীয় রেলওয়ে PSU স্টক হয়েছে যেটি মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ লক্ষ কোটি টাকার অর্থমূল্য ছাড়িয়েছে। আগেই একাধিক বিশেষজ্ঞ মনে করেছিলেন এই রেলওয়ে PSU স্টক বুলিশ থাকবে। সরকারের তরফে রেলের পরিকাঠামো আরও বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছিল, তার জেরে এই স্টকের দাম আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছিল। বুধবার দেখা গেল সামগ্রিকভাবে সূচক পড়লেও RVNL-এর শেয়ার দর বেড়েছে। সম্প্রতি RVNL- দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে একটি মউচুক্তি সাক্ষর করেছে। 


বিপুল লাভ শেয়ারের দরে:
গত বেশকিছু দিন ধরেই ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে Rail Vikas Nigam-এর শেয়ার দর। এক সপ্তাহে এই শেয়ারের দরে ৪৩.৪৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। গত এক মাসের হিসেব বিচার করলে এই শেয়ারের দর বেড়েছে ৫৩.৭৩ শতাংশ। গত এক বছরের হিসেব দেখলে এই স্টক বিপুল রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। বৃদ্ধি পেয়েছে ৩৭৯.৭৮ শতাংশ। আর গত পাঁচ বছরে কার্যত শূন্য থেকে আকাশ ছুঁয়েছে RVNL-এর শেয়ারের দাম। বৃদ্ধি পেয়েছে ২১২৯.৮৩ শতাংশ। ২৫ টাকার আশপাশ থেকে দাম বেড়ে ১০ জুলাই, ২০২৪ সালে হয়েছে ৫৯৫ টাকা ছুঁইছুঁই।


এদিন দুুপুর ২টো পর্যন্ত Sensex নেমেছে ৬২৭ পয়েন্টের আশেপাশে। নিফটি ৫০ (Nifty 50) নেমেছে ১৭২ পয়েন্টেরও বেশি। Bank Nifty-তে এদিনও পতন অব্যাহত, বুধবার দুপুর ২টো পর্যন্ত সূচক নেমেছে ৪৫২ পয়েন্টেরও বেশি।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেমে মাথায় বুলেট-ক্ষত, একটি চোখ নষ্ট! তারপরেও IAS! কীভাবে?