ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কাণ্ডের ছায়া এবার বীরভূমের (Birbhum) সিউড়িতে। ফের চোর সন্দেহে এক যুবককে পোলে বেঁধে আটকে রাখার ঘটনা ঘটল সিউড়ি থানা (Suri Police Station) এলাকায়। দীর্ঘক্ষণ ধরে বেঁধে রাখার পাশাপাশি তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। 


ফের যুবককে মারধর: সম্প্রতি ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। তার দু'দিনের মাথায় চোর সন্দেহে যুবককে বেঁধে রাখার ঘটনা ঘটল বীরভূমের সিউড়িতে। চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে আটকে রাখার ঘটনা ঘটল সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়া পোস্ট অফিস পাড়ায়। দীর্ঘক্ষণ বেঁধে রাখার পাশাপাশি যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সাতদিন আগে একটি দোকান থেকে মোবাইল ফোন চুরি যায়। গতকাল রাতে ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। যুবককে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন তাঁরা। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে। 


গত রবিবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠেছিল। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়রা দাবি করেন, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরেই রয়েছে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ ওঠে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকাও। 


লালবাজার সূত্রে দাবি করা হয়, ভাঙড় বাজার এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কয়েকজন মিলে ঘিরে ধরে এক ব্যক্তিকে মারধর করছেন। পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভাঙড়ে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। মৃত্যুর আগে ওই ব্যক্তিকে মারধরের করা হয়েছিল। দুর্বল শরীরের ওই ব্যক্তির শারীরিক সমস্যা ছিল, তার সঙ্গে আঘাতের জেরে মৃত্যু।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: WB Assembly By Election 2024: রাতের অন্ধকারে লাঠিসোটা নিয়ে চড়াও, উপনির্বাচনেও অব্যাহত অশান্তি