Emirates Airlines: ভারতের বিমান সংস্থাগুলিতে নানারকম বিরোধ চোখে পড়ছে। বেশ কিছু ঘটনায় যাত্রীদের রোষে পড়েছে কিছু বিমান পরিষেবা সংস্থা। তবে এই বিরোধের (Salary Bonus) পরিস্থিতির মধ্যেই একটি বিমান পরিষেবা সংস্থার কর্মীদের কপাল খুলে গেল। বিগত অর্থবর্ষে বিরাট মুনাফা হয়েছে এই সংস্থার আর তাই মুনাফার অংশীদারিত্ব হিসেবে মোটা বোনাস দিতে চলেছে এই সংস্থা। এক-দু'মাস নয়, এবার কর্মীদের ৫ মাসের বেতন বোনাস হিসেবে দিতে চলেছে এমিরেটস এয়ারলাইনস (Emirates Airlines)। শেষ বছরে সংস্থার মুনাফা হয়েছে ৫.১ বিলিয়ন ডলার।
২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এমিরেটস সংস্থা সর্বকালের সেরা মুনাফা (Salary Bonus) করেছে বলে জানা গিয়েছে। বিগত অর্থবর্ষের মুনাফার রিপোর্ট পেশ করেছে এমিরেটস এয়ারলাইনস। রেকর্ড মুনাফা, রেকর্ড রেভিনিউ এবং রেকর্ড সম্পদের পরিমাণের খতিয়ান দিয়েছে এমিরেটস এয়ারলাইনস। এই গ্রুপের মুনাফা ২০২৩-২৪ অর্থবর্ষে ১৮.৭ বিলিয়ন আরব ডলার যা কিনা ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও সিইও শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম জানিয়েছেন যে, এমিরেটস এয়ারলাইনের আর্থিক অবস্থা বেশ শক্তিশালী হয়েছে। এটি আমাদের ভবিষ্যতের পথকে আরও সুন্দর করে তুলবে সন্দেহ নেই। দুবাইয়ের এমিরেটস গ্রুপ (Emirates Airlines) ১৩ মে তাঁর আর্থিক ফলাফল ঘোষণার সময় জানিয়েছিল যে সংস্থার মুনাফা ৭১ শতাংশ বেড়ে হয়েছে ৫.১ বিলিয়ন ডলার। দ্বিতীয় বছরেও রেকর্ড মুনাফা করেছে এমিরেটস সংস্থা। আর তাই এই সংস্থা তাঁর কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ২ বছরে ৮.১ বিলিয়ন ডলার মুনাফা হয়েছে এমিরেটস এয়ারলাইনের। ২০২০ সালের কোভিডকাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিপুল ক্ষতি হয়েছিল এই সংস্থার। তবে এবার ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখছে সংস্থা। এমিরেটস সংস্থার চেয়ারম্যান জানান যে আগামীদিনেও তিনি গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে চান, বিনিয়োগকারীদের ভরসাও রাখার চেষ্টা করবেন তাঁরা। আর এবার কর্মীদের খুশি রাখতে ২০ সপ্তাহের বোনাস ঘোষণা করল এমিরেটস।
কর্মীর সংখ্যা বেড়েছে ১০ শতাংশ
এমিরেটস গ্রুপের এমিরেটস এয়ারলাইন এবং দুবাই ন্যাশনাল এয়ার ট্রাভেল এজেন্সির কর্মচারীর সংখ্যা গত বছরের তুলনায় ব্যাপক হারে বেড়েছে। ১০ শতাংশ কর্মী বেড়ে এখন গ্রুপের মোট কর্মীর সংখ্যা ১১২,৪০৬ জন। বিশ্বব্যাপী পরিষেবা বাড়াতে দুনিয়া জুড়েই কর্মীসংখ্যা বাড়াচ্ছে এখন এমিরেটস গ্রুপ।
আরও পড়ুন: 2024 Maruti Suzuki Swift : দশ দিনে ১০ হাজার বুকিং পার, নতুন মারুতি সুইফটে ভরসা করছেন ক্রেতারা