Salary Protection Insurance: কোভিডকালের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে দেশ। বিপদের সময় একে একে চাকরি হারিয়েছে কর্মীরা। যাতে রাতারাতি শূন্য হয়ে গিয়েছিল পরিবারের আয়। বেতনভুক কর্মীদের এই সমস্যার কথা মাথায় রেখেই এসেছে বেতন সুরক্ষা বিমা (Salary Protection Insurance)। 


Insurance Policy : কী সুবিধা দেয় এই বিমা ?
এই বিমার নাম দেখে বিভ্রান্ত হন অনেকেই। বেশিভাগ লোকজনই ভাবে, চাকরি হারানোর পর বেতন দেবে এই বিমা। আসলে বিষয়টা তা নয়। আপনি চাকরি হারালে বেতন দেবে না বিমা। তবে আপনি না থাকলে পরিবারের মাসিক আয় সুরক্ষিত রাখে Salary Protection Insurance। 


Salary Protection Insurance: এটি একটি বিমা পলিসি
বেতন সুরক্ষা আসলে একটি মেয়াদি বিমা। এতে আপনি ২টি অপশন পাবেন। যার মধ্যে প্রথম বিকল্পটি বেছে নিলে নিয়মিত আয়ের সুবিধা পাবেন। দ্বিতীয় বিকল্পে আপনি একটি এককালীন বড় অঙ্কের টাকার বিমা নিতে পারবেন৷ সেই ক্ষেত্রে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবার এককালীন সব টাকা পাবে।


Insurance Policy : বেতনের সমান আয় পাবে পরিবার


আপনি যদি বেতন সুরক্ষার মেয়াদি বিমা নেন, তাহলে বেতন অনুযায়ী মাসের আয় বেছে নিতে হবে পলিসি হোল্ডারকে। যা আপনি আপনার পরিবারকে দিতে পারবেন। এই আয় আপনার 'টেক হোম' স্যালারির সমান বা কম হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট প্রিমিয়াম জমার মেয়াদও বেছে নিতে হবে।


Salary Protection Insurance: কে কত আয় করবে


এই বিমার সবথেকে আকর্ষণীয় বিষয়, এখানে কোম্পানি আপনার মাসিক আয়ের বার্ষিক শতাংশও বাড়াতে পারে। ঠিক যেমন বছর শেষে বেতন বাড়ে আপনার। এই আয়ের উপর আপনাকে বার্ষিক ৬ শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। ধরুন, পলিসি কেনার সময় আপনি ৫০,০০০ টাকা মাসিক আয়ের জন্য বেছে নিয়েছিলেন। পলিসির দ্বিতীয় বছরে তা বেড়ে হবে ৫৩ হাজার টাকা। তারপর পরের বছর তা হবে ৫৬,১৮০ টাকা। ধরুন পলিসির ৫ বছরের মাথায় পলিসিহোল্ডার মারা গেলে নমিনি ৭.৬ লাখের নিশ্চিত অর্থ লাভ করবেন। পাশাপাশি ৬৩,১২৪ টাকার বর্ধিত মাসিক আয় পাবেন।


আরও পড়ুন : Railway Luggage Charges: ট্রেনে বিনামূল্যে কত লাগেজ নিতে পারবেন জানেন ? অতিরিক্ত ওজনে বড় জরিমানা