নয়াদিল্লি: লকডাউনে ঘরবন্দি মানুষের সময় কাটানোর অন্যতম মাধ্যম মোবাইল ফোন। গান শোনা, সিনেমা দেখা, গেম খেলা বা সোশ্যাল নেটওয়ার্ক সাইট, ফোনের উপযোগিতার শেষ নেই। সেই কারণেই লকডাউনের মধ্যেই বিভিন্ন সংস্থা নতুন মডেলের ফোন প্রকাশ্যে আনছে। সেই ফোনগুলি নিয়ে মানুষের মধ্যে আগ্রহও দেখা যাচ্ছে। সে কথা মাথায় রেখেই স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের নতুন ফোন এম৩১ প্রকাশ্যে এনেছে। অপেক্ষাকৃত কম দামে দুর্দান্ত ফিচার্স এই ফোনের। এই দামে এর চেয়ে ভাল ফোন বোধহয় আর নেই।
গত বছর এম সিরিজের ফোন বাজারে ছাড়ে স্যামসাং। প্রবল জনপ্রিয় হয়েছে এই সিরিজের ফোনগুলি। শুধু ভারতেই এম সিরিজের ফোন ২০ লক্ষেরও বেশি বিক্রি হয়েছে। এবার এম৩১ মডেলটিও জনপ্রিয় হবে বলে আশা সংস্থার।
এখন যে কোনও ফোনেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল ক্যামেরা ও ব্যাটারি। এই দু’টি ক্ষেত্রেই অনেকটা এগিয়ে এম৩১। ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। প্রাইমারি ক্যামেরার অন্যতম আকর্ষণীয় দিক হল, ফোর কে ভিডিও তোলা যায়।
স্যামসাংয়ের যে কোনও ফোনেরই ব্যাটারি বেশ শক্তিশালী হয়। এম৩১ ব্যতিক্রম নয়। এই ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এর ফলে ফোনটির ওজন একটু বেশি। তবে একবার চার্জ দিলে যদি ২৪ ঘণ্টা ফোন চলে, তাহলে ওজন নিয়ে কারও আপত্তি থাকার কথা না। এই ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জার। ফলে ফুল চার্জ হতে বেশি সময় লাগবে না।
এই ফোনে নেটফ্লিক্স, ক্যান্ডি ক্রাশ সাগা, ফেসবুক, হ্যালো, লাইকি, সলিটায়ার ইনফিনাইটের মতো অ্যাপ ইনস্টল করা আছে। ৬৪ জিবি-র দাম ১৫,৯৯৯ টাকা এবং ১২৮ জিবি-র দাম ১৬,৯৯৯ টাকা।
বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এম৩১, দেখুন ফিচার্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2020 03:36 PM (IST)
অপেক্ষাকৃত কম দামে দুর্দান্ত ফিচার্স এই ফোনের।
NEXT
PREV
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -