নয়াদিল্লি: গোটা আগস্ট জুড়ে বেশ কিছু IPO আসছে বাজারে। এদিনই আসছে Sangani Hospitals- এর IPO. ১১ আগস্ট ওই IPO-এর শেয়ার অ্যালটমেন্ট করা হবে। যাঁরা এখানে বিনিয়োগ করতে চেয়েছেন, তাঁরা এদিনই রেজিস্ট্রারের পোর্টালে শেয়ার অ্যালটমেন্টের অবস্থান জানতে পারবেন।


যাঁরা শেয়ার পাবেন না তাঁরা রিফান্ড পেয়ে যাবেন। ১৪ আগস্ট থেকে রিফান্ডের প্রক্রিয়া শুরু হবে। 


যাঁরা শেয়ার পাবেন, তাঁরা তাঁদের ডিম্য়াট অ্যকাউন্টে এই শেয়ার পেয়ে যাবেন ১৬ আগস্ট।


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এ Sangani Hospitals আইপিও তালিকাভুক্ত হবে ১৭ আগস্ট। 


আপনি যদি এই IPO-এর জন্য আবেদন করে থাকেন, তাহলে অ্যালটমেন্ট স্ট্যাটাস কীভাবে যাচাই করবেন?


Sangani Hospitals IPO-এর জন্য আবেদন করে থাকলে সেই অ্যালটমেন্ট স্ট্যাটাস বাড়ি বসেই দেখে নিতে পারবেন। এই IPO-এর রেজিস্ট্রার Bigshare Services Pvt Ltd. শেয়ার অ্যালটমেন্ট বোঝার জন্য একটি ওয়েবসাইটে নজর রাখতে হবে।
https://ipo.bigshareonline.com/ipo_status.html


কীভাবে দেখবেন?


প্রথমেই Bigshare -এর লিঙ্কে ক্লিক করুন
https://ipo.bigshareonline.com/ipo_status.html


কোম্পানির নামের জায়গায় 'Sangani Hospitals IPO' সিলেক্ট করতে হবে।


এরপরে অ্যাপ্লিকেশন নম্বর বা CAF নম্বর বা বেনেফিশিয়ারি ID বা প্যান নম্বর অপশন সিলেক্ট করুন।


এরপর সার্চ বাটন ক্লিক করুন। এরপরেই Sangani Hospitals IPO অ্যালটমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন আপনি।  


Sangani Hospitals IPO GMP বা গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল +1. 



Sangani Hospitals IPO প্রাইস ব্যান্ডের উপরের প্রান্ত এবং গ্রে মার্কেটে বর্তমান প্রিমিয়াম বিবেচনা করে, সাঙ্গানি হসপিটালসের শেয়ারের আনুমানিক তালিকা মূল্য প্রতি শেয়ার ৪১ টাকা, যা সাঙ্গানি হসপিটালস আইপিও মূল্য ৪০ টাকা থেকে ২.৫০% সামান্য বেশি।


সর্বনিম্ন GMP রেকর্ড করা হয়েছে ০ এবং সর্বোচ্চ GMP হল ১।


'গ্রে মার্কেট প্রিমিয়াম' বোঝাচ্ছে, এই শেয়ারের যা দাম, তার চেয়ে বেশি টাকা দিতে ইচ্ছুক বিনিয়োগকারীরা। 



চলতি মাসে বাজার কাঁপাবে কোন IPO?


স্টক মার্কেট নিয়ে যাঁরা উৎসাহী, তাঁদের অনেকের নজরেই থাকে IPO
চলতি মাসে বেশ কিছু IPO তালিকাভুক্ত বাজারে আসতে চলেছে। সেগুলি কী কী? 
TVS Supply Chain Solutions. এটা টিভিএস মোবিলিটি গ্রুপের অংশ। 
ইতিমধ্য়েই গ্রে মার্কেটে হালচাল শুরু হয়েছে। GMP হতে পারে ৩০-এর আশপাশে।
Balaji Specialty Chemicals Limited IPO. রাসায়নিক প্রস্তুতকারক সংস্থাটি এই মাসেই IPO আনছে।
Innova Captab. ওষুধ তৈরি, বণ্টন এবং ওষুধ সংক্রান্ত আরও নানা কাজে যুক্ত এই সংস্থাটি।
Jupiter Lifeline Hospitals. এটি একটি মাল্টিস্পেশালিটি হসপিটাল আনছে IPO
Aeroflex Industries. এই IPO আসছে শীঘ্রই
Rishav Instruments. এনার্জি সেক্টরে কাজ করে এই সংস্থা।


আরও পড়ুন: বদল নেই রেপো রেটে! বাড়ি-গাড়ি ঋণে স্বস্তি- নাগরিকের!