Google Chrome: গুগল ক্রোম (Google Chrome) ইউজারদের জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যত তাড়াতাড়ি সম্ভব ব্রাউজার আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে Computer Emergency Response Team বা CERT-In। ভারতে সরকারের এই দল সম্প্রতি গুগল ইউজারদের জন্য সতর্কবার্তা জারি করেছে। CERT-In জানিয়েছে, গুগল ক্রোমের নির্দিষ্ট কিছু ভার্সানে একাধিক সমস্যা দেখা দিচ্ছে যার ফলে ইউজারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। CERT-In গুগল ক্রোম ইউজারদের সতর্ক করে জানিয়েছে, সংকটে পড়তে পারে তাঁদের সেনসিটিভ তথ্য। বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়্যার ইনফেকশন এই ধরনের যাবতীয় সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই ইউজারদের অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন।


কী ধরনের বিপদে আশঙ্কা করা হচ্ছে


গুগল ক্রোমের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক দুর্বলতা রয়েছে। আর তারই সুযোগ নিয়ে হ্যাকার বা স্ক্যামাররা আপনার কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিতে পারে। গুগল ক্রোমের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে একাধিক দুর্বলতা। যেমন- prompts, Web Payments API, SwiftShader, Vulkan, Video, WebRTC- এইসব ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। একজন হ্যাকারদের ইউজারকে বিপদে ফেলার জন্য ভিডিও কিংবা পিডিএফের মাধ্যমেও ওভারফ্লো তৈরি করতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য হল গুগল ক্রোমের বিভিন্ন ক্ষেত্রের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা আপনাকে কোনও ম্যালিসিয়াস ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। এই ধরনের ফাঁদে একবার পা দিলে বিপদ নিশ্চিত। যদি একজন ইউজার গুগল ক্রোমের মাধ্যমে একটি ম্যালিসিয়াস ওয়েবসাইটে পৌঁছে যান তাহলে হ্যাকাররা খুব সহজে ওই ইউজারের কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।


কারা বিপদে পড়তে পারেন


  • Linux এবং Mac - এর ক্ষেত্রে ইউজাররা যদি গুগল ক্রোমের 115.0.5790.170 - এর আগের ভার্সান ব্যবহার করেন, তাহলে সমস্যায় পড়তে পারেন।

  • অন্যদিকে উইন্ডোজের ক্ষেত্রে গুগল ক্রোমের 115.0.5790.170/.171- এর আগের ভার্সান ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন। অতএব গুগল ক্রোমের সঠিক ভার্সান ব্যবহার করছেন কিনা তা খেয়াল রাখুন। 


কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন


CERT-In অবিলম্বে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ আপনার ডিভাইসে যেন গুগল ক্রোমের একদম লেটেস্ট আপডেট যুক্ত থাকে সেই দিকেই নজর দিতে বলা হয়েছে। নাহলে ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। আর্থিক প্রতারণার শিকারও হতে পারেন ইউজাররা। অতএব সময় থাকতে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন- লঞ্চের মাত্র ২৮ ঘণ্টার মধ্যে ১ লক্ষেরও বেশি প্রি-বুকিং হয়েছে স্যামসাংয়ের নতুন দুই ফোল্ডেবল ডিভাইস!