নিউইয়র্ক: ভারতে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক। চিনে তথ্য পাচারের অভিযোগ তুলে আমেরিকাও নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে এই চিনা অ্যাপকে। অথচ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মাপের শিল্পপতি মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা টিকটক কিনতে চান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে একপ্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন তিনি।
টিকটক অ্যাপ কেনার খবর ছড়িয়েছিল আগেই। সেইসময় যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন তেমন কিছু হলে এ বিষয়ে তিনি সম্মতি দেবেন না। সম্ভবত ট্রাম্পের এই মনোভাবের কথা মাথায় রেখে নাদেলা তাঁর ব্লগে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের উদ্বেগের বিষয়টি মাইক্রোসফট গুরুত্ব দিয়ে দেখে। নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখে, আমেরিকার অর্থনৈতিক লাভের দিকটি বিবেচনা করে তবে মাইক্রোসফট টিকটক অ্যাপ অধিগ্রহণ করার পথে হাঁটবে।
এরপরেই ব্লগে সত্য নাদেলা জানিয়েছেন টিকটকের পেরেন্ট কোম্পানি বা মূল কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে তাড়াতাড়ি আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত করে ফেলতে চাইছেন।
চুক্তি চূড়ান্ত করার জন্য হোয়াইট হাউস ৪৫ দিনের সময়সীমা দিয়েছে। তবে কয়েকটি বিষয়ে অস্পষ্টতা রয়ে গিয়েছে। দাম কত হবে, তথ্য পাচারের অভিযোগের ভিত্তিতেই বা কী ব্যবস্থা নেবে মাইক্রোসফট, সেগুলি এখনও স্পষ্ট নয়।টিকটক অ্যাপকে আমেরিকার মালিকাধীন করার কথাও ভাবছেন মাইক্রোসফটের সিইও। কিন্তু তেমনটা হলে ইউরোপ ও আফ্রিকার যে সব দেশে এই অ্যাপটি কার্যকর রয়েছে, সে ক্ষেত্রে কী হবে, তা স্পষ্ট নয়।
টিকটক কিনতে ট্রাম্পের সঙ্গে কথা মাইক্রোসফটের সিইও নাদেল্লার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Aug 2020 06:07 PM (IST)
ভারতে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক। চিনে তথ্য পাচারের অভিযোগ তুলে আমেরিকাও নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে এই চিনা অ্যাপকে। অথচ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মাপের শিল্পপতি মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা টিকটক কিনতে চান।
NEXT
PREV
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -