Post Office Savings Schemes: সুদ ওঠানামার বাজারে এখনও এই সরকারি স্কিম দিচ্ছে দারুণ সুবিধা। ৫ বছর এই প্রকল্পে বিনিয়োগ করলে ভাল রিটার্নের সঙ্গে পাবেন আয়কর ছাড়ের সুবিধা। জেনে নিন, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) আসলে কী ।


Small Savings Schemes: এই নিয়ে ৯ বার এই প্রকল্পে সুদ অপরিবর্তিত
সরকার সম্প্রতি একটি নির্দেশিকায় জানিয়েছে, জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC),সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকবে। জুলাই-সেপ্টেম্বর ২০২২ ত্রৈমাসিকের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। পরিসংখ্যান বলছে, এই নিয়ে টানা নবম বার স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখল কর্তৃপক্ষ ।


NSC Scheme: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম কী ?


এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) একটি ঝুঁকিমুক্ত সঞ্চয়ের দুর্দান্ত স্থান। এই স্কিমটি তাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত, যারা পাঁচ বছরের স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে চান। পাশাপাশি কর ছাড়ের সুবিধাও উপভোগ করতে চান। সাধারণত পাঁচ বছরের ব্যাঙ্ক এফডি রেট ৫.৫ শতাংশ হয়ে থাকে। সেখানে NSC ৬.৮ শতাংশ রিটার্ন দেয়। নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে ক্ষুদ্র ও মধ্যম আয়ের বিনিয়োগকারীদের জন্য এনএসসি শুরু হয়েছিল। এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করা হয়। এর সুদের হার সরকারি বন্ডের রেট ওঠানামার সঙ্গে সঙ্গতি রেখে সংশোধন করা হয়।


National Savings Certificate: এককালীন টাকা দিলেই অনেক সুবিধা
এই পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পের জন্য কেবল এককালীন টাকা দেওয়ার প্রযোজন। এখানে মাসে মাসে টাকা দেওয়ার প্রয়োজন হয় না। NSC স্কিমে বিনিয়োগ করলে আমানতকারী আয়কর আইনের ধারা 80C-এর অধীনে আয়কর ছাড় পাবেন।


Small Savings Schemes: ন্যূনতম কত টাকা লাগে ?
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১০০০ টাকার বিনিয়োগ প্রয়োজন৷ এরপরে ১০০ টাকার একাধিক বিনিয়োগ করা যেতে পারে। সেই ক্ষেত্রে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। তবে এই ক্ষেত্রে এককালীন বিনিয়োগ করা উচিত এই স্কিমে।


National Savings Certificate: কারা অ্যাকাউন্ট খোলার যোগ্য ? 


একজন প্রাপ্তবয়স্ক তার নিজের জন্য বা নাবালকের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।


১০ বছর বয়সে কোনও নাবালক এই অ্যাকাউন্ট খুলতে পারে।


জয়েন্ট 'A' টাইপ অ্যাকাউন্টটি সর্বোচ্চ তিনজন প্রাপ্তবয়স্ক খুলতে পারেন। যুগ্মভাবে উপভোক্তা টাকা পাওয়ার যোগ্য। একজনের মৃত্যু হলে টাকা অন্যজন পাবেন।
জয়েন্ট 'B' টাইপ অ্যাকাউন্টটি সর্বোচ্চ তিনজন খুলতে পারেন। তিনজনের যে কেউ টাকা পেতে পারবেন অথবা যিনি বেঁচে থাকবেন তিনি টাকা পাবেন।


স্কিমের অধীনে যেকোনও সংখ্যক অ্যাকাউন্ট খোলা যেতে পারে।


NSC-এর মেয়াদকাল: জমার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হলে আমানতের মেয়াদ পূর্ণ হবে


ঋণের সুবিধা: ব্যাঙ্কের সঙ্গে কথা বলে এই স্কিমের অধীনে ঋণের সুবিধা পাওয়া যায়।


NSC ক্যালকুলেটর: ৫ বছরে ৮০,০০০ টাকা সুদ পান


বার্ষিক ৬.৮ শতাংশের একটি আকর্ষণীয় সুদের হারের সাথে ১০০০ টাকার আমানত ৫ বছর পরে বেড়ে ১৩৮৯.৪৯ টাকা হয়৷ যার অর্থ, কেউ এই স্কিমে ২ লক্ষ টাকা জমা করলে তা পাঁচ বছরে ৭৭,৮৯৯ টাকা সুদ দেবে। যা প্রায় ৮০ হাজার টাকার সমান। নিয়ম অনুসারে ওই ব্যক্তি National Savings Certificate স্কিমে টাকা জমা করে মাত্র পাঁচ বছরে প্রায় ২.৭৭ লক্ষ পাবেন।


আরও পড়ুন : Joker Malware Attack: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! এই ৪ অ্যাপ ফোনে নেই তো ?