SBI Credit Card User Alert: স্টেট ব্যাঙ্কের ক্রেটিড কার্ড থাকলে অবশ্যই জানতে হবে এই নতুন নিয়ম। আগামী ১ ডিসেম্বর থেকে ক্রেডিট কার্ডে আরও চার্জ বাড়াচ্ছে State Bank Of India। জেনে নিন ব্যাঙ্কের নয়া নির্দেশিকা।


State Bank Of India User Alert: এবার থেকে স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের প্রসেসিং ফি ও প্রতি ইএমআই লেনদেনের ওপর কর দিতে হবে। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে,  SBI Cards & Payment Services Private Limited (SBICPSL)। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, খুচরো দোকান ছাড়াও সব ধরনের ই কমার্স প্লাটফর্ম যেমন Amazon, Flipkart, Myntra-র ক্ষেত্রেও এই ইএমআই লেনদেনে ট্যাক্স বা কর নেওয়া হবে। SBI ক্রেডিট কার্ডে প্রসেসিং ফি বাবদ চার্জ করা হবে ৯৯ টাকা।


SBI Alert: শুক্রবার ১২ নভেম্বর স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নতুন নিয়মের বিষয়ে গ্রাহকদের অবগত করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ক্রেডিট কার্ডের গ্রাহকদের ইমেল করা হয়েছে সংশ্লিষ্ট ঠিকানায়। যেখানে এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (SBICPSL) জানিয়েছে, ৯৯ টাকা প্রসেসিং ফি ছাড়াও কেনাকাটার ইএমআই লেনদেনের ক্ষেত্রে ট্যাক্স বা কর কাটবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


SBI Update : তবে SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অবশ্যই মনে রাখতে হবে, ৯৯ টাকা প্রসেসিং ফি শুধুমাত্র সেইসব লেনদেনের ওপরই চার্জ করা হবে যেগুলি সফলভাবে সমান মাসিক কিস্তি বা ইএমআই লেনদেনে রূপান্তরিত হয়েছে। অন্যথায় এই চার্জ নেওয়া হবে না। এখানেই শেষ নয়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ইএমআই লেনদেন বাতিল হলে প্রসেসিং ফি ফিরিয়ে দেওয়া হবে। তবে ইএমআই-এর প্রি-ক্লোজারের ক্ষেত্রে এটি রিভার্স বা ফিরিয়ে দেওয়া হবে না।


SBI-এর নতুন নির্দেশিকার ফলে ‘Buy Now, Pay Later’স্কিমগুলি প্রভাবিত হতে পারে। কারণ এরফলে এই স্কিমগুলি ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠবে। সাধারণত ই-কমার্স ওয়েবসাইটগুলিই এই ধরনের 'এখন কিনুন, পরে পে করুন' অপশন ক্রেতাদের দিয়ে থাকে।


আরও পড়ুন : SBI Pensioners Update : যেতে হবে না ব্যাঙ্কে, ভিডিয়ো কলেই জমা দিন Life Certificate