Cyber Fraud: এবার স্টেট ব্যাঙ্কের (State Bank) নামে নতুন প্রতারণার ফাঁদ (Scam) পেতেছে জালিয়াতরা। SBI রিওয়ার্ড পয়েন্ট পেতে ফাইল ডাউনলোড করতে বলছে ঠগরা। একবার এই ফাইল ডাউনলোড করলেই আপনার গোপন নথি চলে যাবে প্রতারকদের হাতে।সেই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্য়াকাউন্টও (Bank Account) খালি হতে পারে।  


কী ফাইল পাঠাচ্ছে প্রতারকরা
বর্তমানে SBI-এর নামে রিওয়ার্ড রিডিম করার জন্য একটি APK ফাইল পাঠাচ্ছে প্রতারকরা। আপনাকে ডাউনলোড বা ইনস্টল করতে বলে একটি মেসেজ পাঠাচ্ছে স্ক্যামাররা। যদি আপনার কাছে এই ধরনের মেসেজ এসে থাকে , তাহলে এখনই সাবধান হোন। কারণ, এটা একটা প্রতারণাচক্র। এখন জালিয়াতরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ফাইল রিওয়ার্ডেরে আড়ালে "SBI REWARD27..APK" নামে একটি ফাইল ডাউনলোড করতে বলছে। 


কী সমস্যা হতে পারে
একবার এই ফাইল ইনস্টল হয়ে গেলে ক্ষতিকারক APK ফাইলগুলি আপনার ব্যক্তিগত ডেটা ও আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। সম্প্রতি পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে এই বিষয়ে সবাইকে সতর্ক করেছে। প্রেস ইনপরমেশন ব্যুরো জনসাধারণকে সতর্ক করে বলেছে। ভুল করেও এই অজানা ফাইল ডাউনলোড বা এই ধরনের লিঙ্কগুলিতে ক্লিক করবেন না। ব্যাঙ্ক বার বার বলছে এই কথা। এসবিআই কখনই এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক বা APK ফাইল পাঠায় না।


সাইবার অপরাধীরা প্রতারণার জন্য APK ফাইলগুলি ব্যবহার করে


১ একটি APK (Android প্যাকেজ কিট) ফাইল হল একটি ফাইল ফর্ম্যাট যা অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ্লিকেশনগুলি পাঠাতে ও ইনস্টল করতে ব্যবহৃত হয়। APK ফাইলগুলি Windows-এর জন্য .exe ফাইল এবং iOS-এর জন্য .ipa ফাইলগুলির মতো হয়৷


২  এই ক্ষেত্রে প্রতারকরা ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও ফিশিং অ্যাপ পাঠানোর জন্য APK-র অপব্যবহার করে। আসল নামে আসা এই ফাইলগুলি আসলে নকল ফাঁদ। এই স্ক্যামগুলিতে ব্যক্তিগত ডেটা চুরি ব্যাঙ্কিং সার্টিফিকেট হ্যাকিংয়ের মতো সফ্টওয়্যার ইনস্টল করা হয়।


কীভাবে এই APK ফাইল থেকে সুরক্ষিত থাকবেন ?
১ এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে কেবল বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপস ডাউনলোড করুন। সেই ক্ষেত্রে অফিসিয়াল গুগল প্লে স্টোর বা যাচাই করা অ্যাপ স্টোর থেকে ফাইল নামান।
২ অজানা লিঙ্কগুলিতে ক্লিক করবেন না। ইমেল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠানো লিঙ্কগুলি এড়িয়ে চলুন। 
৩ এই ক্ষেত্রে অ্যাপ পারমিশন কাকে দেওয়া রয়েছে আগে দেখে নিন। অপ্রাসঙ্গিক অ্যাপে অনুমতি দেবেন না।
৪ অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ইনস্টল করুন ও মেশিন আপডেট রাখুন। 


Viral News: মায়ের জন্য ৮৬ হাজার টাকার চটি কিনল এই ছেলে, সোশ্য়াল মিডিয়া কী বলল জানেন ?