নয়াদিল্লি: বাড়ি থেকে ডেবিট কার্ড নিতে ভুলে গেলেও চিন্তা করতে হবে না। এবার থেকে SBI ATM-এ কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা। গ্রাহকদের জন্য এই সুবিধা দিচ্ছে State bank Of India।
SBI Customer Update: সম্প্রতি গ্রাহকদের জন্য এই সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। SBI YONO অ্যাপ থাকলেই ATM/debit card দিয়ে এই টাকা তুলতে পারবেন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা। এছাড়াও POS terminals ও Customer Service Points (CSP)-এ এই অ্যাপের মাধ্যেই নগদ তুলতে পারবেন কাস্টমাররা। সব সময় কার্ড নিয়ে যেতে হবে না তাঁদের।
SBI ATM Withdrawls: SBI YONO অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ন্যূনতম ৫০০ ও সর্বোচ্চ ১০,০০০টাকা তুলতে পারবেন।দেখে নিন সেই টাকা তোলার পদ্ধতি।
1: প্রথমে নিজের মোবাইলে YONO app-এ লগ ইন করুন।
2: এবার এখানে হোমপেজে YONO Cash-এ ক্লিক করুন।
3: YONO Cash-এর ATM সেকশনে যান।
4: এই পর্বে যত টাকা তুলতে চান তা স্ক্রিনে লিখুন ও Enter করুন।
5: এখানে ৬ সংখ্যার পিন নম্বর দিন।
6: একবার পিন নম্বর তৈরি হয়ে গেলে একটা YONO Cash-এর লেনদেনের নম্বর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে। এই নম্বরটার মেয়াদ কেবল ৬ ঘণ্টা। এরপর এই নম্বর দিয়ে কোনও কাজ হবে না।
7: এবার এটিএম-এ YONO Cash অপশনে ট্যাপ করুন।
8: শেষে এখানে YONO Cash-এর লেনদেনের নম্বর ও ৬ সংখ্যার পিন নম্বর দিন।
9: এই পদ্ধতি সম্পূর্ণ হলে ATM থেকে টাকা বেরিয়ে আসবে।
আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা
আরও পড়ুন : SBI Pensioners Update : যেতে হবে না ব্যাঙ্কে, ভিডিয়ো কলেই জমা দিন Life Certificate