SBI Pays Record Dividend: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই সরকারকে এবার রেকর্ড ডিভিডেন্ড দিয়েছে। বিগত অর্থবর্ষের জন্য রেকর্ড হারে ডিভিডেন্ড (SBI Dividend) সরকারের ঘরে জমা করেছে এসবিআই। ৭০০০ কোটি টাকার চেক শুক্রবার অর্থাৎ গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে তুলে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)।


অর্থমন্ত্রীর দফতর থেকে জানান দেওয়া হয়েছে


অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অফিসের তরফেই জানানো হয়েছে এই খবর। এমনকী নির্মলা সীতারামনের এক্স হ্যান্ডলেও এই চেক হ্যান্ডওভারের ছবিটি (SBI Dividend) পোস্ট করা হয়। সংবাদসূত্রে এবং নির্মলা সীতারামনের সমাজমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ কুমার খাঁড়া অর্থমন্ত্রকের সচিব বিবেক যোশীর উপস্থিতিতে নির্মলা সীতারামনের হাতে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ৭ হাজার কোটি টাকার ডিভিডেন্ডের চেক হস্তান্তর করেছেন।  


বিগত অর্থবর্ষে কত ডিভিডেন্ড দিয়েছিল SBI


আগের অর্থবর্ষে অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক তাঁর শেয়ারহোল্ডারদের শেয়ারপিছু ১১.৩০ টাকা হারে ডিভিডেন্ড দিয়েছিল। এই বছর ২০২৩-২৪ অর্থবর্ষের জন্যও একইভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৩.৭০ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিয়েছে।


নতুন রেকর্ড গড়ল SBI


এই বছর সবথেকে বড় অঙ্কের পেমেন্ট (SBI Dividend) করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি নির্দিষ্ট অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক এই প্রথম এত বড় অঙ্কের ডিভিডেন্ড সরকারকে দিল। গত বছরেও একইভাবে সবথেকে বেশি মাত্রায় সরকারকে ডিভিডেন্ড দিয়েছিল এসবিআই। আগের বছর সরকারকে ৫৭৪০ কোটি টাকা ডিভিডেন্ড জমা করেছিল স্টেট ব্যাঙ্ক, যা এবারে ২১.২৪ শতাংশ আরও বেড়ে গিয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে এই ডিভিডেন্ডের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে।


মুনাফা কত বেড়েছে SBI-এর


আগের অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিপুল লাভের পরেই ডিভিডেন্ড দিয়েছিল স্টেট ব্যাঙ্ক। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ৬৭,০৮৫ কোটি টাকার মুনাফা করেছে। তাঁর আগে ২০২২-২৩ অর্থবর্ষে SBI-এর নগদ মুনাফা হয়েছিল ৫৫,৬৪৮ কোটি টাকা। অর্থাৎ স্টেট ব্যাঙ্কের নেট মুনাফা আগের অর্থবর্ষেই ২১ শতাংশ বেড়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Hinduja Group: কর্মীদের শোষণ, নির্যাতনের অপরাধ, ধনকুবের হিন্দুজা পরিবারের ৪ সদস্যের কারাদণ্ড