State Bank of India: ভারতের প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবি সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে স্টেট ব্যাঙ্কের সমস্ত গ্রাহকদের জন্য যাতে একটি নতুন প্রতারণার ফাঁদ থেকে তারা বাঁচতে পারেন। কেন্দ্র সরকারের নোডাল এজেন্সির অ্যাডভাইজরির মাধ্যমে জানা গিয়েছে যে জালিয়াতরা (SBI Alert) গ্রাহকদের ভুয়ো মেসেজ পাঠিয়ে একটি সন্দেহজনক অ্যাপ ডাউনলোডের মাধ্যমে রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার লোভ দেখাচ্ছে। এভাবে খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Cyber Scam) খালি করে দিচ্ছে জালিয়াতরা, সর্বস্বান্ত হচ্ছেন বহু গ্রাহক। 'এসবিআই রিওয়ার্ডস'-এর নামে শুরু হয়েছে নতুন জালিয়াতি।
প্রেস ইনফর্মেশন ব্যুরো সম্প্রতি তাদের সমাজমাধ্যমে জানিয়েছে এমনই একটি ভুয়ো মেসেজ সর্বত্র ছড়িয়ে পড়ছে গ্রাহকদের মধ্যে যা আদপে প্রতারণাময়। এর মাধ্যমে সমস্ত গ্রাহকদের সচেতন করার চেষ্টা করেছে পিআইবি। এমন সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার কথা জানিয়েছে সংস্থা। আর একইসঙ্গে কোনো অবৈধ অ্যাপ মোবাইলে ডাউনলোড করা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।
প্রেস ইনফর্মেশন ব্যুরো স্পষ্ট করে জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন কোনো লিঙ্ক মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো গ্রাহককে পাঠায় না এবং কোনো অ্যাপ ডাউনলোড করার কথা বলেও না। তাই এই কেন্দ্র সরকারি সংস্থা গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে এই ধরনের মেসেজ অপরিচিত নম্বর থেকে ফোনে এলে তাতে যেন কোনোভাবেই কেউ ক্লিক না করেন। এই ধরনের নম্বর দেখে আপাতভাবে মনে হতে পারে যে এটি বৈধ, কিন্তু এর মাধ্যমে তথ্য চুরির ফাঁদ পেতে রেখেছে জালিয়াতরা। ফলে লিঙ্কে ক্লিক করলে বা অ্যাপ ডাউনলোড করলেই সংবেদনশীল সমস্ত তথ্য সহজেই পেয়ে যেতে পারে প্রতারকরা।
পিআইবির শেয়ার করা এমনই একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ধরনের জালিয়াতরা গ্রাহকদের বার্তা পাঠিয়ে জানাচ্ছে এসবিআই নেট ব্যাঙ্কিং রিওয়ার্ড পয়েন্ট হিসেবে সেই গ্রাহকের জন্য অপেক্ষা করছে ১৮ হাজার টাকা। এই মেসেজে এও জানানো হয় যে এই রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে সীমিত সময়ের জন্য। এমনকী এই বার্তায় জালিয়াতরা গ্রাহকদের একটি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপও ডাউনলোড করতে বলেন যার নাম 'SBI Reward'। এর মাধ্যমে তারা সেই রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে পারবেন। আর এই অ্যাপ ডাউনলোড করলে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকা জমা হয়ে যাবে বলে জানানো হয়েছে সেই মেসেজে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ৪০ শতাংশ পর্যন্ত বোনাস কমাল টিসিএস, কোপ পুরনো কর্মীদের উপর