Fixed Deposit:  শেয়ার বাজারের (Stock Market) অস্থিরতার ওপর নির্ভর না করলে ভরসা রাখতে পারেন ফিক্সড ডিপাজিটে (SBI FD)। সেই ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য ভাল রিটার্ন দেয় স্টেট ব্যাঙ্ক (State Bank)। জেনে নিন, এখানে কত বছর টাকা (Money) রাখলে কত টাকা পাবেন আপনি।


কী সুবিধা এখানে পাবেন 


বিনিয়োগকারীরা পাঁচ বছরের FD-তে 1.50 লক্ষ টাকা পর্যন্ত জমার উপর আয়কর ছাড়ও পান। তাই ফিক্সড ডিপোজিট স্কিম আপনার জন্য হতে পারে ভাল বিনিয়োগের অপশন। একানে রইল কত বছরের বিনিয়োগে আপনি কত পাবেন ?


Fixed Deposit: ১ বছর টাকা রাখলে কত পাবেন ?
 স্টেট ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন FD-তে 2 লক্ষ টাকা বিনিয়োগের উপর কত সুদ পাবেন জানেন ? এখানে 1-বছরের FD-তে একজন প্রবীণ নাগরিক 7.30 শতাংশ রিটার্ন পাবেন। তাই 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে এক বছরে সুদ হিসাবে 15,005 টাকা পাবেন বিনিয়োগকারী৷ মেয়াদ পূরণ হলে আমানতকারী 2,15,005 টাকা পাবেন৷


SBI FD: ৩ বছর টাকা রাখলে
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI  3 বছরের সিনিয়র সিটিজেন FD-তে 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে ভাল সুদ পাবেন। ব্যাঙ্ক 3-বছরের FD 7.25 শতাংশ সুদের হার অফার করে। 2 লক্ষ টাকার বিনিয়োগে সেই ক্ষেত্রে একজন বিনিয়োগকারী সুদ বাবদ 48,109 টাকা পাবেন৷ মেয়াদপূর্তিতে মোট টাকার পরিমাণ হবে 2,48,109 টাকা। যা বিনিয়োগকারীর ভরসা জোগাবে।


State Bank Of India: ৫ বছরের ক্ষেত্রে কত পাবেন ?
SBI সিনিয়র সিটিজেন FD-তে 2 লক্ষ টাকা বিনিয়োগের উপর বেশি রিটার্ন পাবেন। পাঁচ বছরের এফডি 7.50 শতাংশ সুদের হার অফার করে এই ব্যাঙ্ক। তাই এই স্কিমে দুই লক্ষ টাকা বিনিয়োগ করলে আমানতকারী 89,990 টাকা সুদ বাবদ পাবেন। সেই ক্ষেত্রে ম্যাচিউরিটির পরিমাণ হবে 2,89,990 টাকা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Multibagger Stocks: ১.৩৪ লাখ ছুঁয়েছে ১২ লক্ষ টাকা, এই মাল্টিব্যাগার স্টকে দুরন্ত রিটার্ন