State Bank of India: আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি জরুরি। দেশের এই বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম বদল করেছে এবং আগামীকাল ১৫ অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে সকল গ্রাহকদের জন্য। মূলত আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের জন্য সার্ভিস চার্জে বদল আনা হয়েছে। এই আইএমপিএসের মাধ্যমে অনলাইন টাকা ট্রান্সফারের চার্জ এবার থেকে খুচরো গ্রাহকদের জন্য বদলে যাচ্ছে। তবে এই বদল কর্পোরেট গ্রাহকদের জন্য আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই নিয়মে বদল প্রায় ৪০ কোটি এসবিআইয়ের গ্রাহককে প্রভাবিত করবে।

এবার থেকে কত ফি দিতে হবে

সাধারণত অনলাইনে দ্রুত টাকা পাঠানোর ক্ষেত্রে আইএমপিএস পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এখন এই নতুন পরিবর্তনের ফলে আপনাকে কিছু বড় লেনদেনের ক্ষেত্রে খুব কম চার্জ দিতে হবে। ফলে এতে সুবিধেই হবে সাধারণ গ্রাহকদের। তবে ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এই চার্জ দিতে হবে না বলেই জানিয়েছে এসবিআই। ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না।

ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইয়োনো অ্যাপের মাধ্যমে ২৫ হাজার টাকা লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। তবে এর বেশি অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে নামমাত্র ফি দিতে হবে। ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ২ টাকা চার্জ। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ৬ টাকা। আর ২ লক্ষ টাকা ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে দিতে হবে ১০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।

শাখা থেকে টাকা ট্রান্সফারে কী নিয়ম

আপনি যদি স্টেট ব্যাঙ্কের কোনও শাখা থেকে টাকা পাঠাতে চান তাহলে অন্য নিয়ম রয়েছে ব্যাঙ্কের। এক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না আপনাকে। ১০০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ২ টাকা চার্জ। ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ৪ টাকা। ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ পর্যন্ত লেনদেনে রয়েছে ৬ টাকা চার্জ। আর ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে ১২ টাকা চার্জ, ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে রয়েছে ২০ টাকা চার্জ। এর সঙ্গে আলাদা করে যুক্ত হবে জিএসটি।