SBI JanNivesh SIP : দেশবাসীর সুবিধার্থে আরও সহজ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)। এবার থেকে মাত্র ২৫০ টাকা (Investment) মাসে জমিয়ে বিশাল তহবিল (Mutual Fund) গড়তে পারবেন আপনি। SBI মিউচুয়াল ফান্ড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় সোমবার নিয়ে এসেছে "SBI JanNivesh SIP"।
কী কারণে এই উদ্যোগমূলত, মিউচুয়াল ফান্ডগুলিকে আরও বৃহত্তর পরিসরে সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক। জননিবেশ এসআইপি গ্রাম, শহরতলি ছাড়াও প্রথম-বারের বিনিয়োগকারীদের জন্য সেরা বিনিয়োগ বিকল্প হতে পারে। এটি মূলত, ছোট সঞ্চয়কারীদের বিনিয়োগের জন্য উৎসাহ জোগাবে। সেই কারণেই করার জন্য ডিজাইন করা হয়েছে, এবং শহুরে অঞ্চলে আর্থিক বিনিয়োগ করতে।
সেবি বলেছে স্যাসে চাইগত মাসে মিউচুয়াল ফান্ডে যাতে সব ধরনের বিনিয়োগকারী টাকা রাখতে পারেন, সেই কারণে নতুন উদ্য়োগের কথা বলেছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। সেই লক্ষ্যে প্রতি মাসে ন্যূনতম 250 টাকা ছোট এসআইপি তৈরি করা হয়েছে। একে SEBI মিউচুয়াল ফান্ডের স্যাসেটাইজেশন হিসাবে উল্লেখ করেছে।
JanNivesh SIP-র সুবিধা কী পাবেন বিনিয়োগকারীরা১ কম খরচে বিনিয়োগ: জননিবেশ এসআইপি একটি ফ্লেক্সিবল এসআইপি বিকল্প। যা সামান্য টাকা দিয়ে শুরু করা যায়। এতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিনিয়োগের সুবিধা রয়েছে। যারা প্রতি মাসে কম পরিমাণ টাকা দিয়ে বিনিয়োগের যাত্রা শুরু করতে ছান এটা তাদের জন্য বড় সুযোগ।
২ ডিজিটালি জমা করা যাবে : স্টেট ব্যাঙ্কের এই SIP উদ্যোগ SBI YONO, Paytm, Groww, Zerodha-এর মতো অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। বিনিয়োগকারীরা এখানে সহজেই ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে বিনিয়োগ করতে ও তা দেখতে পারবেন।
৩ কেন সবাই ভরসা করে : SBIFM হল ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইউরোপের বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলির মধ্যে একটি আমুন্ডির মধ্যে যৌথ উদ্যোগ৷ SBIFM পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা, মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন ধরনের পরিষেবা অফার করে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
SBI Home Loans: SBI-এর গৃহঋণে সুদের হারে বদল, এবার EMI হবে আরও কম